ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মেক্সিকোতে আতঙ্ক কাটছে না মানুষের মন থেকে

প্রকাশিত: ০৮:৪১, ২৭ অক্টোবর ২০১৯

 মেক্সিকোতে আতঙ্ক কাটছে না মানুষের মন থেকে

দেয়ালে গুলির হাজারো ছিদ্র কুলিয়াকান শহরের অধিবাসীদের প্রতিনিয়ত স্মরণ করিয়ে দিচ্ছে, গত সপ্তাহে মেক্সিকোতে মাদকসংক্রান্ত সহিংসতার বর্বর ঘটনার স্মৃতি। এতদিন শহরের নাগরিকরা এখানকার চোরাকারবারিদের সঙ্গে একত্রে বসবাস করতে অভ্যস্ত ছিল। ফলে সিনালোয়া রাজ্যের এই রাজধানীটি মাদকের অভয়ারণ্য ছিল। গত ১৭ অক্টোবরের ঘটনার আগে এখানে এ ধরনের কোন সহিংসতার ঘটনা ঘটেনি। খবর এএফপির। তবে কর্তৃপক্ষ গুজম্যানের ২৮ বছর বয়সী ছেলে অভিডিওকে গ্রেফতার করতে গেলে অনাকাক্সিক্ষত পরিবেশ তৈরি হয়। সে সময় সাড়ে সাত লাখ লোক রাস্তায় নেমে এলে শহর রণক্ষেত্র হয়ে পড়ে। এ সময় সন্ত্রাসীরা শক্তিশালী বন্দুক ও বোমা ব্যবহার করে শহরটিকে ক্ষত-বিক্ষত করে দেয়। ছয় ঘণ্টার ওই লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ অভিডিওকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে এখন সে পরিস্থিতি নেই। সবকিছুই স্বাভাবিক হতে শুরু করেছে।
×