ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন মাসে ১ হাজার বই পড়ার দাবি রাজ্যপালের

প্রকাশিত: ০৮:৪১, ২৭ অক্টোবর ২০১৯

 তিন মাসে ১ হাজার  বই পড়ার দাবি  রাজ্যপালের

তিন মাসে অন্তত এক হাজার বই পড়ে ফেলেছেন বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। সে হিসাবে, গত তিন মাসে প্রতিদিন গড়ে ১১টি করে বই পড়েছেন জগদীপ। আনন্দবাজার পত্রিকা। পশ্চিমবঙ্গের শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে একটি অনুষ্ঠানে শুক্রবার অংশ নিয়ে এ দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ সময় জগদীপ বলেন, ‘তিন মাস হলো আমি এখানে এসেছি। এ সময়ের মধ্যে আমি এক হাজারের বেশি বই পড়েছি।’ সাহিত্য-সংস্কৃতিতে ভারতের ওপর কেউ নেই উল্লেখ করে রাজ্যপাল আরও বলেন, ‘অনেকে মনে করেন, শিক্ষা-সংস্কৃতিতে প্যারিস বিশ্বের সেরা। আমি প্যারিস গিয়েছি। খুব দায়িত্ব নিয়ে বলছি, সাহিত্য-সংস্কৃতিতে ভারতের ওপর কেউ নেই। আর তার মূল কেন্দ্র হলো বাংলা।’ পশ্চিমবঙ্গের ভূয়সী প্রশংসা করে রাজ্যপাল বলেন, ‘আমি বাংলার মানুষকে চিনতে চাই, জানতে চাই।’
×