ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোহিঙ্গা শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট এএফসির

প্রকাশিত: ০৮:২০, ২৬ অক্টোবর ২০১৯

রোহিঙ্গা শিশুদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট এএফসির

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ার ফুটবল কনফেডারেশনের (এএফসি) উদ্যোগে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের আওতায় ও ‘ইউএনএইচসিআর’-এর সহযোগিতায় কক্সবাজারের উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গা কোচ ও শরণার্থী শিশুদের নিয়ে ২২-২৪ অক্টোবর পর্যন্ত ফুটবল কোচিং প্রোগ্রাম এবং মিনি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা হবে। তারপর ২৫ অক্টোবর কক্সবাজার জেলা স্টেডিয়ামে স্থানীয় শিশুদের নিয়ে একটি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে কোচেস এক্রস কন্টিনেন্ট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান সুকিয়েজ, ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশনের দুই ফুটবল কোচ একেএল ইমুজ জামান এবং তাফাজুল ইসলাম ও এএফসি থেকে আগত কনস্যুলেন্ট স্পেশাল প্রজেক্ট ডেভিড বোরা গত সোমবার কক্সবাজারে পৌঁছেন এবং শনিবার বাংলাদেশ ত্যাগ করেন।
×