ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৪০, ২৭ অক্টোবর ২০১৯

ক্যাম্পাস সংবাদ

লন্ডনে আইইউবির চতুর্থ পুনর্মিলনী সম্প্রতি ইস্ট লন্ডনের স্ক্রাটন কমিউনিটি হলে চতুর্থ বারের মতো বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সানজিনা রহমান, দ্বিকবিজয় রয় এবং মালিহা হাসিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য অনুযায়ী ‘আনন্দলোকে মঙ্গল আলোকে’ গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই আয়োজনের মাধ্যমে ইংল্যান্ডের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আইউবির প্রাক্তন শিক্ষাত্রীরা এক ছাদের নিচে মিলিত হয়। প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের উপস্থিতিতে নাচ-গান ও ফ্যাশন শোর মাধ্যমে সাজিয়ে তোলা হয় ছোট্ট পরিসরে আয়োজিত সংস্কৃতিক অনুষ্ঠানটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষাত্রীদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ওসামা খান, সাদিয়া জাফরিন, ফজলে রাব্বি এবং কাজী রেজা। বক্তারা এই সংগঠন নিয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক শাহেদুর রহমান, বর্তমানে যুক্তরাজ্যের মিডলসেক্স ইউনিভার্সিটিতে নেটওয়ার্ক কমিউনিকেশনের শিক্ষক। অনুষ্ঠানের শেষার্ধে লন্ডনিয়াম সলিসিটরস ল’ফার্মের সৌজন্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। চা চক্রের মধ্য দিয়ে শেষ হয় একটি সুন্দর সন্ধ্যার। ড্যাফোডিলে নবীনবরণ সম্প্রতি বিজয় মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নবীণ শিক্ষার্থীদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক পরিচালক মো. সরোয়ার হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন ডিআইএর সহকারী একাডেমিক পরিচালক আলী ইমরান ও বক্তব্য রাখেন ডিআইএর সিনিয়র শিক্ষক নাজমুল হক। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান টেকনোলজির মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×