ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নান্দাইল-ময়মনসিংহ রুটে বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস উদ্বোধন

প্রকাশিত: ০৫:০৭, ২৬ অক্টোবর ২০১৯

নান্দাইল-ময়মনসিংহ রুটে বিআরটিসি দ্বিতল বাস সার্ভিস উদ্বোধন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) দ্বিতল ৬টি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন এই বাস সার্ভিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করে। বিআরটিসি’র দ্বিতল বাস সার্ভিসটি নান্দাইল থেকে ময়মনসিংহ পর্যন্ত চলাচল করবে। এতে নান্দাইল, তাড়াইল, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলার সকল শ্রেণি-পেশার যাত্রীরা চলাচল করতে পারবে। জানা গেছে, বিআরটিসি বাসটিতে যাত্রীদের জন্য বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা রয়েছে। বাসটি আজ শনিবার থেকেই নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহ শহরের ব্রিজ পর্যন্ত চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য চৌরাস্তা থেকে কানুরামপুর পর্যন্ত সব স্টেশনেই থামবে। নান্দাইল থেকে ময়মনসিংহ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪০ মিনিট পরপর ছেড়ে যাবে। সার্ভিসটি উদ্বোধনের সময় এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন বলেন, আজ থেকে নান্দাইল বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আগামীতে নান্দাইল থেকে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস চালু করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি তুহিন ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার প্রমূখ।
×