ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অ্যামাজনের এক দিনের দরপতনই শীর্ষ ধনী থেকে নেমে গেল বেজোসকে

প্রকাশিত: ২৩:২৩, ২৬ অক্টোবর ২০১৯

অ্যামাজনের এক দিনের দরপতনই শীর্ষ ধনী থেকে নেমে গেল বেজোসকে

অনলাইন ডেস্ক ॥ পুঁজিবাজারে অ্যামাজনের একদিনের দরপতনই শীর্ষ ধনীর স্থান থেকে নামিয়ে দিল এই ইকমার্স সাইটের কর্ণধার জেফ বেজোসকে। তাকে ডিঙিয়ে মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস আবার বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ১ নম্বরে হিসেবে উঠে এসেছেন বলে জানিয়েছে ফোর্বস। গেটসকে হারিয়েই বিশ্বের শীর্ষ ধনীর তকমাটি দু বছর আগে নিয়েছিলেন বেজোস। এমনকি গত বছর স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিচ্ছেদের জন্য চড়া আর্থিক মাশুল দেওয়ার পরও অবস্থান টলেনি তার। কিন্তু বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট মার্কেটে অ্যামাজনের শেয়ারের ব্যাপক দরপতনের পর বেজোসের সম্পদের মূল্যও নেমে আসে। অ্যামাজনের ৫৭৬১০৩৫৯টি শেয়ার রয়েছে কোম্পানির প্রধান নির্বাহী বেজোসের মালিকানায়। শেয়ারের দাম প্রায় ৭ শতাংশ কমে যাওয়ায় তার মোট লোকসান হয়েছে ৬৯০ কোটি ডলার। ফলে বেজোসের মোট সম্পদের অর্থমূল্য নেমে আসে ১০৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে। অন্যদিকে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা গেটসের সম্পদ মূল্য ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার হওয়ায় দ্বিতীয় স্থান থেকে তিনি উঠে যান শীর্ষ ধনীর স্থানটিতে। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আগে গত বছর বেজোসের সম্পদের আর্থিক মূল্য ছিল ১৫০ বিলিয়ন ডলার।
×