ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশু অধিকার সুরক্ষায় খেলাঘরের ১০ দফা কর্মসূচী

প্রকাশিত: ১০:৫৩, ২৬ অক্টোবর ২০১৯

  শিশু অধিকার  সুরক্ষায়  খেলাঘরের  ১০ দফা  কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ শিশু অধিকার সুরক্ষায় ১০ দফা কর্মসূচী হাতে নিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। বছরজুড়ে এসব কর্মসূচী আঞ্চলিক, জেলা, মহানগর ও শাখা আসরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। এছাড়া সাংগঠনিক কার্যক্রম বাড়াতে সম্পাদকমন্ডলীর ১৯টি বিভাগ গঠনসহ সারাদেশকে ১১টি জোনে ভাগ করে জোনাল সমন্বয়কারীদের নাম চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার রাজধানীর নয়াপল্টন কমিউনিটি সেন্টারে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত কর্মসূচীর অনুমোদন দেন সংগঠকরা। এতে সারাদেশের সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
×