ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ১০ জন নিহত

প্রকাশিত: ১০:৫০, ২৬ অক্টোবর ২০১৯

 সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ১০ জন  নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ দশজন নিহত হয়েছে। এদের মধ্যে বগুড়ার শিবগঞ্জে মা-মেয়েসহ তিনজন নিহত এবং ছয়জন আহত, ফরিদপুরে ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত, ঝিনাইদহে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় দুই ভ্যান আরোহী নিহত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া অফিস ॥ বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পাকুড়তলা এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়েসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছে। নিহতরা হলো-শাবনুর (২২) ও তার আড়াই বছর বয়সী মেয়ে মঞ্জিলা আকতার এবং বাসযাত্রী অপর শিশু মেহেদী হাসান (৩)। হাইওয়ে পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে একটি বাস ঢাকা যাচ্ছিল। রাত ১২ টার দিকে রহবল এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। যাত্রীবাহী বাসটি রাস্তার পার্শ্বে জমিতে নেমে গিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়। তাদের বাড়ি পীরগঞ্জ ও দিনাজপুরের তারগা এলাকায়। পুলিশ ও ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। তারা দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত ও নিহতদের উদ্ধার করে। হাইওয়ে পুলিশের ওসি জানিয়েছেন, ঘটনার পরপরই চালাক ও হেলপার পালিয়ে যায়। নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ আটক করেছে। ফরিদপুর ॥ ফরিদপুরের পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের কোমরপুর এলাকা এবং গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের অম্বিকাপুর গোডাউনের সামনে ফরিদপুর অম্বিকাপুর সড়কে এ দুর্ঘটনা দুটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, সদরের কোমরপুর এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে রাস্তায় একটি ট্রাক দাঁড়ানো ছিল। ওই ট্রাকটিকে পেছনের দিক থেকে ফরিদপুরগামী একটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ফরিদপুরগামী এশটি পিকআপ ধাক্কা দিলে ওই পিকআপের চারজন আহত হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নূরুল আলম জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (ফমেক) ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা জানান, পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুজন মারা যায়। দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণকারী ওই দুই ব্যক্তি হলেন, ফরিদপুর সদর উপজেলার ডিগ্রচর ইউনিয়নের ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী এলাকার রিয়াজ ম-ল (১৯) ও পাবনা জেলার কাশিনাথপুর এলাকার জালাল শেখ (৫০)। কোতোয়ালী থানার উপপরিদর্শক মোঃ বেলাল হোসেন জানান, ফমেক থেকে লাশ উদ্ধার করেছি। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্ত ছাড়াই বলে তিনি জানান। অপরদিকে শহরের অম্বিকাপুর বাজারে একটি অটো এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে অম্বিকাপুর গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরে নাম জানা যায়নি। ফরিদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঝিনাইদহ ॥ ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতরা হলো, ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসানুজ্জামান (২৬) ও একই গ্রামের রওশন আলীর ছেলে রাশেদুল (২৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টায় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের এলাকার তাজ ফিলিং স্টেশনের সামনে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানান, দুই মোটরসাইকেল আরোহী মাগুরার দিক থেকে মোটরসাইকেল করে ঝিনাইদহ শহরের দিকে আসছিল। সে সময় সড়কের বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় টাকচাপায় দুই ভ্যান আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিন যাত্রী। শুক্রবার সকালে উপজেলার ভুইয়াগাঁতি কামারপাড়া ব্রিজ এলাকার হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সরাই হাজীপুর গ্রামের আব্দুল হামিদ খানের মেয়ে শিউলী খাতুন (৩০) ও লক্ষ্মী বিষ্ণু প্রসাদ খলিফাপাড়ার জেল হোসেন (৬৫)। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আহসান হাবিব জানান, যাত্রীবাহী একটি ভ্যান কামারপাড়া ব্রিজ এলাকা থেকে থানা রোডের দিকে যাচ্ছিল। ‘এ সময় বগুড়াগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিউলি খাতুনের মৃত্যু হয়। আর হাসপাতালে নেয়ার পথে জেল হোসেন মারা যান।’ আহতদের মধ্যে শাহেদ আলী নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
×