ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক হত্যা

প্রকাশিত: ১০:৪৮, ২৬ অক্টোবর ২০১৯

 বগুড়ায় পায়ুপথে বাতাস  ঢুকিয়ে শিশু  শ্রমিক হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার কাহালু উপজেলায় জুট মিলে ব্লোয়ার মেশিনের মাধ্যমে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ায় আলাল (১২) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বগুড়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ জানিয়েছে, পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় একই মিলের শ্রমিক যতনচন্দ্র কর্মকারকে (১৭) গ্রেফতার করা হয়েছে। কাহালু থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে এগারোটার দিকে উপজেলার মুরইল এলাকায় আফরিন জুট মিল নামে ওই মিলে কাজ করার সময় সেখানকার শ্রমিক যতনচন্দ্র অপর শিশু শ্রমিক আলালের পায়ুপথে কারখানার হাওয়া মেশিনের (ব্লোয়ার) পাইপ (নজেল) ঢুকিয়ে দেয়। এ সময় কারখানায় অন্য শ্রমিকরাও কাজ করছিল। পায়ুপথে বাতাস দেয়ার কারণে আলাল গুরতর অসুস্থ হয়ে পড়ে। কয়েকজন তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সে মারা যায়। এ বিষয়ে কাহালু থানার ওসি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়ে বলেন, ঘটনার জন্য দায়ী যতনচন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। তিনি মিল মালিকের নাম জানাতে পারেননি। তবে অন্য শ্রমিকদের উপস্থিতিতে প্রকাশ্যে এ ঘটনা কিভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানতে পারেনি। নিহত আলাল কাহালুর ঢাকুন্তা গ্রামের মোজাহার ফকিরের ছেলে। অপরদিকে পায়ুপথে বাতাস ঢোকানোর অভিযোগে গ্রেফতারকৃত যতনচন্দ্রের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায়। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
×