ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ শহরে বিদ্যুত উপকেন্দ্রের কাজ শীঘ্রই শুরু

প্রকাশিত: ১০:২৭, ২৬ অক্টোবর ২০১৯

 হবিগঞ্জ শহরে  বিদ্যুত  উপকেন্দ্রের কাজ শীঘ্রই শুরু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৫ অক্টোবর ॥ ২৫ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ শহরে একটি অত্যাধুনিক বিদ্যুত উপকেন্দ্র নির্মিত হচ্ছে। শহরের বাইপাস সড়কের আধুনিক স্টেডিয়াম সংলগ্ন এলাকায় ৩৩/১১ কেভি কেন্দ্রটির নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে। এ লক্ষ্যে শুক্রবার এই উপকেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করেছেন বিদ্যুত জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং এমপি এ্যাডভোকেট আলহাজ মোঃ আবু জাহির। এ সময় তার সঙ্গে ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা খাতুন, প্রকল্প পরিচালক কে এম নাজিম উদ্দিন ও হপাউবো’র নির্বাহী প্রকৌশলী শামীম ফরহাদ। হপাউবো কর্তৃপক্ষের ধারণা, কেন্দ্রটি চালু হলে আশপাশ এলাকার গ্রাহকরা লোডশেডিং ও লো-ভোল্টেজ থেকে যেমন মুক্তি পাবেন, তেমনি নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত হবে।
×