ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

গানে গানে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: ১০:১১, ২৬ অক্টোবর ২০১৯

  গানে গানে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী  উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ মঞ্চ থেকে মাইকে ভেসে আসছে সম্মেলক কণ্ঠে রবীন্দ্রনাথের ‘আপনারে দিয়ে রচিলি রে কি এ’, ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘বাজে বাজে রম্যবীণা’সহ বিভিন্ন পর্যায়ের গান। মিলনায়তনে দর্শক সমাগম নেহাত কম নয়। বৃষ্টি উপেক্ষা করে সন্ধ্যায় শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে হাজির হয়েছে সঙ্গীতপ্রেমী দর্শক শ্রোতা। সবাই নিবিড় চিত্তে শুনছে সেসব গান। রবীন্দ্রসঙ্গীতের সংগঠন রবিরশ্মির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এমনই ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে চলে শুক্রবার সন্ধ্যায়। ‘বাজে বাজে রম্যবীণা’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীতের এ আসরে আবৃত্তি ও নৃত্যের পাশাপাশি সম্মাননা জ্ঞাপন করা হয় সঙ্গীতশিল্পী দেবাশিস এন্দ ও ত্রিপুরার আগরতলার শিল্পী দেবাশিস বর্ধনরায়কে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুরকার অনুপ ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক সঙ্গীতশিল্পী মহাদেব ঘোষ। জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। স্বাগত বক্তব্য রাখেন মহাদেব ঘোষ। এরপর শিল্পী দেবাশিস এন্দ ও দেবাশিস বর্ধনরায়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি লিয়াকত আলী লাকী। অতিথিরা বলেন, কবিগুরু সর্বদাই মানবতার জয়গান গেয়েছেন। তার জাতীয়তাবোধ বাঙালীর অনন্ত প্রেমের উৎস। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনের প্রতিটি সমস্যা-সঙ্কটে, আনন্দ বেদনা এবং আশা-নিরাশার সন্ধিক্ষণে রবীন্দ্রসৃষ্টি আমাদের চেতনায় বারবার স্পর্শ করে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রবীন্দ্রনাথের অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করেন। রবীন্দ্রনাথের জীবন ও কর্ম আমাদের আলোকিত পথের সন্ধান দেয়, নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে সংবর্ধিত শিল্পী দেবাশিস এন্দ ও দেবাশীস বর্ধনরায় সঙ্গীত পরিবেশন করেন। ‘আনন্দধারা বহিছে ভুবনে’ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুলতানা রাজিয়া। এছাড়া নৃত্য পরিবেশন করেন লিমন, জুয়েল প্রমুখ। একক গানে কণ্ঠ দেন শিল্পী মহাদেব ঘোষ, সাঈদ মাহমুদ শুভ, আশরাফুর রহমান আরিফ, উত্তম কুমার শর্মা প্রমুখ।
×