ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পী সমিতির নির্বাচন

মিশা সওদাগার জায়েদ খানের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী

প্রকাশিত: ১০:১১, ২৬ অক্টোবর ২০১৯

 মিশা সওদাগার জায়েদ খানের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মিশা সওদাগার-জায়েদ খানের পূর্ণাঙ্গ প্যানেল বিজয়ী হয়েছে। এবারের নির্বাচন ঘিরে শুক্রবার সকাল থেকে তারকাদের আনাগোনায় মুখরিত ছিল বিএফডিসি প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশে শেষ হয় ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টা ২৬ মিনিটে। সকাল থেকে সিনিয়র-জুনিয়র শিল্পীরা এফডিসিতে ভিড় করে। প্রার্থীরাও সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ভোট চেয়েছেন। বিএফডিসির গেটে সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের উপস্থিতিতে ভোট গ্রহণ শেষ হয়। মোট ৪৪৯ ভোটারের মধ্যে ৩৮৬ ভোট কাস্ট হয়। নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন বলেন, ভোটগ্রহণ শেষ হলো। আমরা ভোট গণনা শুরু করেছি। ভোট গণনা শেষ করে আমরা ফলাফল ঘোষণা করব। শুক্রবার বিকেল তিনটায় ভোট দিতে এসে চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক বলেন, শিল্পীরা কখনো হারে না, জিতেও না। এ সময় এফডিসির নিরাপত্তা নিয়ে ফারুক বলেন, ভোট দিতে এসে উৎসবমুখর পরিবেশ পেয়েছি। নির্বাচনের জন্য এমন পরিবেশই থাকা উচিত। নিরাপত্তাজনিত কারণে মাঝে দুই একজন তারকা বিএফডিসে প্রবেশের সময় বিড়ম্বনার শিকার হন। বিষয়টি নিয়ে ফারুক বলেন, কার সঙ্গে কি হয়েছে নির্দিষ্টভাবে আমি শুনিনি। আর আমি দেখিওনি। তবে সোহেল রানার সঙ্গে যা হয়েছে সেটা খুবই দুঃখজনক। কারণ তাকে এদেশের মাটিও চিনে। ভোট দিতে এসে চিত্রনায়ক শাকিব খান বলেন, নির্বাচনের পরিবেশ বেশ ভাল। অন্যান্যবারের চেয়ে বিশৃঙ্খলা কম। যেই জয়ী হউক না কেন আশা করি তিনি আমাদের চলচ্চিত্রের জন্য কাজ করবেন। আমিন খান বলেন, এর আগে যত নির্বাচন দেখেছি তার চেয়ে এবার শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন উপলক্ষে শিল্পীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে শিল্পীদের স্বার্থ রক্ষাই এদের দায়িত্ব। সরকার, প্রযোজক ছবি নিয়ে চিন্তা করবে। তবে শিল্পীরা সহযোগিতা করতে পারে। ভবিষ্যত কমিটির কাছে প্রত্যাশা অনেক। আমি মনে করি প্রত্যাক শিল্পীর একটা বিবেক থাকা উচিত। বিজয়ীদের কাছে প্রত্যাশা ব্যক্ত করে প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, আমার দেখা এবার সব চেয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। অন্যবারের তুলনায় ভিড় কম। বহিরাগত খুব একটা দেখিনি। এটা খুব ভাল লাগছে। যারা জয় লাভ করবেন তাদের কাছে আমার প্রত্যাশা বিজয়ী হয়ে সবাই মিলেমিশে কাজ করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১৯-২১ মেয়াদের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৪৯। এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী। সহ-সভাপতির দুটি পদে রুবেল ছাড়াও প্রার্থী হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও নানা শাহ। সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন আরমান ও সাংকো পাঞ্জা। সাংগঠনিক সম্পাদক পদে অভিনেতা সুব্রত’র বিপরীতে কোন প্রার্থী নেই। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে লড়ছেন নূর মোহাম্মদ খালেদ আহমেদ ও চিত্রনায়ক ইমন। দফতর ও প্রচার সম্পাদক পদে একাই রয়েছেন জ্যাকি আলমগীর। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন জাকির হোসেন ও ডন। কোষাধ্যক্ষ পদে অভিনেতা ফরহাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই। অর্থাৎ সুব্রত, জ্যাকি, আলমগীর ও ফরহাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদের জন্য প্রার্থী হয়েছেন ১৪ জন। তারা হলেন-অঞ্জনা, সুলতানা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, আফজাল শরীফ, বাপ্পারাজ, রঞ্জিতা, আসিফ ইকবাল, আলেকজান্ডার বো, জেসমিন, জয় চৌধুরী, নাসরিন, মারুফ আকিব ও শামীম খান (চিকন আলী)।
×