ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিতে চান স্বজনরা

প্রকাশিত: ১০:১০, ২৬ অক্টোবর ২০১৯

 উন্নত চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিতে চান স্বজনরা

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিৎসা হচ্ছে না অভিযোগ করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চান স্বজনরা। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। তাঁর পা বেঁকে গেছে। চলতে পারছেন না, শুয়ে থাকতেও তার কষ্ট হচ্ছে। তিনি উঠতে পারেন না, বসতে পারেন না, নিজের হাতে তুলেও খেতে পারেন না, কিছুই করতে পারেন না তিনি। তাই আমরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে চাই। খালেদা জিয়া বিদেশে যেতে চান কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু বলেননি। আমরাই বিদেশে পাঠাতে চাচ্ছি। কারণ এখানে যে চিকিৎসা দেয়া হচ্ছে তাতে কিছুই হচ্ছে না। বরং দিনের পর দিন খারাপ হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় সেলিমা ইসলামের নেতৃত্বে খালেদা জিয়ার স্বজনরা তার সঙ্গে দেখা করতে যান। তারা প্রায় এক ঘণ্টা খালেদা জিয়ার পাশে অবস্থান করেন এবং তাঁর সঙ্গে কথা বলেন। সেখান থেকে বের হয়ে সেলিমা ইসলাম বলেন, জামিনে মুক্তি পেলে খালেদা জিয়াকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে চাই। খালেদা জিয়াকে দেখতে শুক্রবার চিকিৎসকরা এসেছিলেন কি না জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, চিকিৎসকরা দুই সপ্তাহ ধরে আসছেন না। তাহলে অযথা এখানে তাঁকে ফেলে রাখছে কেন? আমরা তাঁকে উন্নত চিকিসার জন্য বিদেশে নিয়ে যেতে চাই। আপনারা প্যারোল চান কি না? এমন প্রশ্নের জবাবে সেলিমা বলেন, উনারা যদি জামিন দেন তাহলে খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য যেতে পারবেন। খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে যাওয়া অন্য স্বজনদের মধ্যে ছিলেন ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, তার ছেলে অভিক এস্কান্দার, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাই সাঈদ এস্কান্দারের ছেলে অতনু এস্কান্দর প্রমুখ।
×