ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাইলটের বুদ্ধিতে অল্পের জন্য প্রাণরক্ষা ৪৬ যাত্রীর

প্রকাশিত: ১০:০৮, ২৬ অক্টোবর ২০১৯

 পাইলটের বুদ্ধিতে অল্পের জন্য প্রাণরক্ষা ৪৬ যাত্রীর

স্টাফ রিপোর্টার ॥ আবার পাইলটের বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাংলাদেশ বিমানের ৪৬ যাত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৯৫ ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে বিমানটি অবতরণ করতে সমস্যা হয়। অবশেষে পাইলটের বুদ্ধিমত্তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিমানটি নিরাপদে অবতরণ করে। এ বিষয়ে বিমানের নবনিযুক্ত ডিএফও ক্যাপ্টেন ইসমাইল বলেন, ওই ফ্লাইটটি ঢাকা থেকে সৈয়দপুর যাবার সময় রানওয়ের শেষ মাথায় গিয়ে টেক অফ করে। সৈয়দপুর ল্যান্ড করার পর সেখানে এয়ারক্রাফটি চেক করে উড্ডয়নযোগ্য দেখায় আবার নিরাপদে ঢাকায় ফিরে আসে। কেন এমনটি ঘটেছে সব খতিয়ে দেখা হবে। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ৬০ জন আরোহী নিয়ে একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৈয়দপুর যাওয়ার জন্য উড্ডয়ন করে। পরে হাইড্রোলিকে সমস্যা দেখা দিলে বিমানটি ফিরে আসে।
×