ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গ্রেফতারকৃত জেলেদের সাক্ষাত পেতে থানার সামনে স্বজনদের ভিড়

প্রকাশিত: ০৯:৩৯, ২৬ অক্টোবর ২০১৯

 গ্রেফতারকৃত জেলেদের সাক্ষাত পেতে থানার সামনে স্বজনদের ভিড়

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ অক্টোবর ॥ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করার অপরাধে গ্রেফতারকৃত জেলেদের সাক্ষাত পেতে প্রতিদিন থানার সামনে স্বজনদের ভিড় বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন নৌ পুলিশ, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনের অভিযানে আটক দন্ডপ্রাপ্ত জেলেদের বাউফল থানা থেকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। এ সময় তাদের সঙ্গে সাক্ষাত করার জন্য স্বজনরা থানা চত্বরে ভিড় করেন। তাদের খোঁজখবর নিচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে আনোয়ারা বেগম নামের এক নারী বলেন, ‘আমার অজান্তে আমার ছেলে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়েছে। এখন শুনলাম ওর ১ বছর কারাদন্ড হয়েছে। তাই ছেলেকে একনজর দেখার জন্য অপেক্ষা করছি।’ এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকার থামছেই না। ইলিশের অন্যতম এই প্রজনন ক্ষেত্রে নিষেধাজ্ঞা অমান্য করে নির্বিঘ্নে প্রতিনিয়ত ইলিশ শিকার চলছে। গত দু’দিনে কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন তেঁতুলিয়া নদীর একাধিক পয়েন্টে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের অপরাধে ৩২ জেলেকে আটক করেছে। জব্দ করেছে প্রায় ৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৭ মন মা-ইলিশ।
×