ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে পুলিশের ওপর হামলা ॥ গ্রেফতার ৪

প্রকাশিত: ০৯:৩৮, ২৬ অক্টোবর ২০১৯

 সাভারে পুলিশের  ওপর হামলা ॥  গ্রেফতার ৪

সংবাদদাতা, সাভার, ২৫ অক্টোবর ॥ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় উপপরিদর্শকসহ পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিন ব্যক্তিসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূর মোহম্মদ খান বাদী হয়ে ওই চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন- কৃষ্ণ পাল, সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লার নকুল পালের ছেলে, তার স্ত্রী বৃষ্টি পাল এবং ছোট ভাই রিপন পালসহ শান্ত তালুকদার নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার পাল পাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কৃষ্ণ পালকে আটক করতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় কৃষ্ণ পালকে আটক করলে তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের এক উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য আহত হয়। সেই সুযোগ আসামি কৃষ্ণ পাল হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যায়। পরে সাভার মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হামলার ঘটনায় তিন ব্যক্তিকে আটক করে। এরপর ওইদিন রাতেই পুলিশের অপর একটি টিম অভিযান চালিয়ে কৃষ্ণ পালকে আটক করেন।
×