ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজির বাজারে কিছুটা স্বস্তি

প্রকাশিত: ০৯:৩৪, ২৬ অক্টোবর ২০১৯

 সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজির বাজারে কিছুটা স্বস্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরবরাহ বাড়ায় শীতের আগাম সবজির দাম কমেছে। অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, চাল, আটা ও চিনির দাম। লিটারে দুই টাকা বেড়ে পামঅয়েল বিক্রি হচ্ছে ৬২-৭০ টাকায়। দাম বেড়েছে মসুর ডাল ও রসুনের। এছাড়া মাছ ও মাংস বিক্রি হচ্ছে আগের দামে। প্রতি হালি ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬-৪০ টাকায়। সবজির দাম কমায় কিছুটা স্বস্তি বিরাজ করছে নিত্যপণ্যের বাজারে। হেমন্তের বৃষ্টিতে সবজিক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়ীদের। শুক্রবার রাজধানীর কাওরানবাজার, কাপ্তানবাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট এবং মিরপুর সিটি কর্পোরেশন মার্কেট ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, এবার কয়েক দফা বন্যা ও ভারি বৃষ্টিপাতের কারণে সারাবছর সবজির দাম বেশি ছিল। বর্ষায় সবজি নষ্ট হয়ে যায়। ফলে গত কয়েক মাস ধরেই সবজির দাম চড়া ছিল। কিন্তু শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে বাজারে। এর ফলে দামও কমেছে প্রায় সব ধরনের সবজির। প্রকার ভেদে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে নানা সবজিতে। পুরান ঢাকার কাপ্তানবাজারে প্রতি কেজি টমেটো ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। সিম ৬০ থেকে ৭০ টাকা আর গাজর বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকার মধ্যে। এক সপ্তাহ আগে এই বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা, গাজর ৭০ থেকে ১০০ টাকা আর সিম বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। একইভাবে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমে পটোল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, উস্তে-ঝিঙা-ধুন্দুল ৪০ থেকে ৫০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৩০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা, শসা জাত ও মানভেদে ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আকার ভেদে প্রতি পিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি ২৫ থেকে ৪০ টাকা, লাউ প্রতি পিস ৪০ থেকে ৬০ টাকা, জালিকুমড়া ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। তবে অপরিবর্তিত আছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে ৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে কাঁচা মরিচ। সবজি দাম প্রসঙ্গে কাপ্তানবাজারের সবজি বিক্রেতা খলিল জনকণ্ঠকে বলেন, শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে বাজারে। এখন থেকে প্রতি সপ্তাহে সবজির সরবরাহ বাড়বে।
×