ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

প্রকাশিত: ০৮:৫৭, ২৬ অক্টোবর ২০১৯

 কাশ্মীর নিয়ে ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভারত ও পাকিস্তান সম্মতি জানালে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও যুক্তরাষ্ট্রের তরফ থেকে বেশ কয়েকবার দু’দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয়া হয়। যুক্তরাষ্ট্রের এক উর্ধতন কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, ভারতের সঙ্গে জম্মু ও কাশ্মীর নিয়ে শান্তি আলোচনার জন্য পাকিস্তানের উচিত সবার আগে সন্ত্রাসের বিরুদ্ধে টেকসই ও অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণ করা। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদি এবং ইমরান খানের সঙ্গে তার বৈঠকে জম্মু ও কাশ্মীর নিয়ে সরাসরি আলোচনা করেছেন। -ইন্ডিয়া টুডে
×