ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ অক্টোবর ২০১৯

 ফের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরাক

ইরাকে ফের সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। ধর্মীয় নেতা মোক্তাদা আল-সদরের সমর্থনের পর বিক্ষোভ আরও চাঙ্গা হয়ে উঠেছে। খবর এএফপির। দেশটিতে দুর্নীতি ও বেকারত্ব বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুর দিকে সাধারণ জনগণ রাস্তায় নামে। শুক্রবার নতুন করে বিক্ষোভ শুরু হলে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালায়। দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদির ক্ষমতায় আরোহণের এক বছর পূর্তিতে শুক্রবার জনগণ ফের রাস্তায় নামে। বৃহস্পতিবার রাত থেকে শত শত বিক্ষোভকারী ইরাকের রাজধানী বাগদাদের তাহরীর স্কয়ারে এসে জড়ো হয়। তারা ইরাকের তিন রঙা পতাকা হাতে নিয়ে তাহরীর স্কয়ারে আসে এবং ইরাকের রাজনৈতিক শ্রেণীকে মুছে ফেলার অঙ্গীকার করে। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দেল মাহদি বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে বলেছেন, প্রতিবাদ করা জনগণের অধিকার। তারা যে কোন সমস্যা নিয়ে বিক্ষোভ-প্রতিবাদ করতে পারে তবে সহিংসতা কোনমতেই গ্রহণযোগ্য নয়। শুক্রবার ইরাকজুড়ে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদ করার পরিকল্পনা করে এর আগেই ইরাকী প্রধানমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
×