ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ মেয়াদে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ অক্টোবর ২০১৯

  চতুর্থ মেয়াদে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস

বলিভিয়ার নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইভো মোরালেসকেই চতুর্থবারের মতো বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচনী ট্রাইব্যুনাল। নির্বাচনের প্রথম রাউন্ডের ভোট গণনা নিয়ে বিরোধীদের ব্যাপক আপত্তির মুখেই বৃহস্পতিবার ফল ঘোষণা করা হয়। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসি অনলাইনের। বলিভিয়ার নির্বাচনী ট্রাইব্যুনালের (টিএসই) ওয়েবসাইটে গণনা করা ৯৯ দশমিক ৯ শতাংশ ভোটের মধ্যে মোরালেস ৪৭ দশমিক ১ শতাংশ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসা পেয়েছেন ৩৬ দশমিক ৫১ শতাংশ ভোট। এর আগে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে মোরালেস ৪৬ দশমিক ৯৫ শতাংশ এবং মেসা ৩৬ দশমিক ৬০ শতাংশ ভোট পেয়েছিলেন বলে জানানো হয়েছিল। মোরালেস সে সময় বলেছিলেন, বাকি ১ শতাংশের গণনা শেষে যদি দুই প্রার্থীর ব্যবধান ১০ শতাংশের নিচে নেমে যায়, তাহলে তিনি ফল মেনে ১৫ ডিসেম্বরের দ্বিতীয় রাউন্ড ভোটে অংশ নেবেন। বিরোধী প্রার্থী মেসা প্রেসিডেন্ট নির্বাচনের ফল গণনাকে ‘বড় ধরনের জালিয়াতি’ অ্যাখ্যা দিয়ে মোরালেস অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন বলে অভিযোগ করেছেন। অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) পর্যবেক্ষকরাও বলিভিয়ার এবারের নির্বাচনের ফল নিয়ে উদ্বেগ জানিয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে প্রেসিডেন্ট থাকার রেকর্ডধারী মোরালেস এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রের শীর্ষপদে আসীন হলেন। এ দফায় জয়ী হওয়ায় তিনি ২০২৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট থাববেন।
×