ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাড়াটে খুনীদের আজব কান্ড

প্রকাশিত: ০৮:৫৫, ২৬ অক্টোবর ২০১৯

 ভাড়াটে খুনীদের আজব কান্ড

চীনের এক ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী এক ব্যক্তিকে খুন করাতে ২০ লাখ ইউয়ানে এক খুনী ভাড়া করেছিলেন। কিন্তু ভাড়াটে খুনী ওই ‘কন্ট্রাক্ট’ অর্ধেকে দিয়ে দেন অন্য এক খুনীকে, তিনি আবার দেন আরেকজনকে, তৃতীয়জন দেন চতুর্থজনকে, চতুর্থজন পঞ্চমজনকে, তখনই ঘটল বিপত্তি। পঞ্চমজনের চালাকিতে বিষয়টি গেল পুলিশের কানে। আর তাতে ব্যবসায়ীসহ সেই ৫ ভাড়াটে খুনীকে যেতে হলো জেলে। চীনের আদালত এই হত্যাচেষ্টা মামলায় ছয়জনকেই বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে। আবাসন ব্যবসায়ী ওয়েই মোউকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী তান ইয়োহুই। সেজন্য শি গুয়ানগান নামে এক ভাড়াটে খুনীকে ঠিক করেছিলেন তিনি। কাজ শেষে ২০ লাখ ইউয়ান দেয়া হবে- এটাই ছিল প্রতিশ্রুতি। শি ওই কাজ নিজে না করে অর্ধেক দরে ছেড়ে দেন আরেক ভাড়াটে খুনী মো তিয়ানজিয়াংকের হাতে। কিন্তু মো নিজেও কাজটি করলেন না। আগাম ২ লাখ ৭০ হাজার এবং কাজ শেষে ৫ লাখ ইউয়ান দেয়ার শর্তে ওই খুনের দায়িত্ব তিনি দেন তৃতীয় ‘হিটম্যান’ ইয়াং কাংশেকে। খবর ওয়েবসাইটের। প্রতিশ্রুতির বরখেলাপ করেন কাংশেকও, আরও কমে খুনের ‘কন্ট্রাক্ট’ তিনি দেন ইয়াং গুয়াংশেংয়ের হাতে, যার কাছ থেকে পরে কাজ যায় লিং জিয়াংসির কাছে। কিন্তু বারবার ভাগাভাগিতে টাকার অংক তখন এতটাই কমে গেছে যে চতুর লিং অন্য পথ ধরেন। খুনের পরিকল্পনা তিনি জানিয়ে দেন, যাকে তার খুন করার কথা। ওয়েইকে নিজের ‘ভুয়া মৃত্যুসংবাদ’ প্রচার করার পরামর্শ দিয়েছিলেন লিং, যার সূত্র ধরে পুলিশ পরে পুরো ঘটনা উন্মোচনে সক্ষম হয়। ২০১৩ সালে ওয়েই রিয়েল এস্টেট ব্যবসায়ী তানের বিরুদ্ধে মামলা করলে দুজনের বিরোধের সূচনা হয়। আদালতে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে যেতে পারেন- এ আশঙ্কায় ভাড়াটে খুনী ঠিক করেছিলেন তান। কিন্তু ঘটনা যে এতদূর গড়াবে, কে ভাবতে পেরেছিল। তিন বছরের বিচার শেষে গুয়ানজির নানিংয়ের আদালত ওয়েইকে হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী তান ও ৫ ভাড়াটে খুনীকে দোষী সাব্যস্ত করেছে।
×