ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাশে আছে যুক্তরাষ্ট্র ॥ মাইক পেন্স

কাতালানিয়াকে অনুসরণ ॥ স্বাধীনতা চায় হংকং বিক্ষোভকারীরা

প্রকাশিত: ০৮:৫৪, ২৬ অক্টোবর ২০১৯

 কাতালানিয়াকে অনুসরণ ॥ স্বাধীনতা চায় হংকং বিক্ষোভকারীরা

স্পেনের কাতালানিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যানারে ব্যানারে একযোগে স্বাধীনতার জন্য লড়াইয়ের ডাক দিয়ে হংকংয়ে বিক্ষোভ করেছে শত শত লোক। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হংকংয়ের মানুষের অধিকার এবং স্বাধীনতা খর্ব করার জন্য চীনকে দোষারোপ করে হংকংয়ের বিক্ষোভকারীদেরকে সমর্থন দিয়েছেন। খবর ইয়াহু নিউজ ও বিবিসি অনলাইনের। চীনের সঙ্গে তিক্ত বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে নতুন করে আরেক দফা আলোচনার আগে যুক্তরাষ্ট্রের চীন নীতি নিয়ে সমালোচনা করে পেন্স হংকংয়ের বিক্ষোভে সমর্থন দেন। বৃহস্পতিবার হংকংয়ের গণতন্ত্রপন্থী ওই বিক্ষোভকারীরা স্পেন থেকে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদের সমর্থনে সমাবেশ করে কাতালান পতাকা উড়িয়েছে। অধিকাংশ ব্যানারেই বিক্ষোভকারীরা কাতালানের স্বাধীনতার সমর্থন জানিয়েছে এবং হংকংয়ে গত ৫ মাসের বিক্ষোভ-সংঘর্ষে পুলিশের নিষ্ঠুরতার নিন্দা জানিয়েছে। আবার বড় কয়েকটি পতাকা উড়িয়ে হংকংয়ের স্বাধীনতার ডাকও দিয়েছে বিক্ষোভকারীরা। হংকংয়ে চলা গণতন্ত্রপন্থী বিক্ষোভ চীন যেভাবে সামাল দেয়ার চেষ্টা করেছে তা নিয়ে পেন্স সমালোচনা করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, হংকংয়ে সহিংসতা চলতে থাকলে বেজিংয়ের সঙ্গে কোন বাণিজ্য চুক্তিতে পৌঁছানো কঠিন হবে। বৃহস্পতিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স বলেন, কয়েক বছর ধরে বেজিং হংকংয়ে হস্তক্ষেপ বাড়িয়েছে। সেই সঙ্গে চীন এমন সব কর্মকাণ্ড করছে যার কারণে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে হংকংয়ের জন্য মঞ্জুর হওয়া অধিকার এবং স্বাধীনতা খর্ব হচ্ছে। যুক্তরাষ্ট্র হংকংয়ের বিক্ষোভকারীদের সঙ্গে আছে জানিয়ে পেন্স বলেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের অনুপ্রেরণা। আমরা আপনাদেরকে অহিংস পন্থায় বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছি। হংকংয়ের বিশেষ মর্যাদা পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারিতে রাখার জন্য যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা একটি আইন পাসের চেষ্টায় আছেন। এ পদক্ষেপ চীনকে ক্ষেপিয়ে তুলতে পারে। হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভে চীনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করেছে লাখ লাখ বিক্ষোভকারী। বেশিরভাগ বিক্ষোভকারীই অন্য অনেক দাবির মধ্যে বৃহত্তর গণতন্ত্রের দাবি জানিয়েছে। এদিক থেকে কাতালুনিয়ায় বিচ্ছিনতাবাদীদের বিক্ষোভের সঙ্গে হংকংয়ের বিক্ষোভের কিছু কিছু বিষয়ে মিল আছে। সম্প্রতি স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালানিয়াকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে চাওয়া রাজনৈতিক নেতাদের কারাদণ্ডের প্রতিবাদে বার্সেলোনাজুড়ে বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতা হয়েছে। ২০১৭ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালানিয়ার বিচ্ছিন্ন হওয়ার উদ্যোগ পুরো স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল।
×