ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দীপালি ঘিরে উৎসবমুখর বরিশাল

প্রকাশিত: ০৮:৩১, ২৬ অক্টোবর ২০১৯

 দীপালি ঘিরে উৎসবমুখর বরিশাল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উপমহাদেশের সর্ববৃহত দীপালি উৎসব ঘিরে বরিশাল নগরীর মহাশ্মশানে চলছে ব্যাপক প্রস্তুতি। দুই শ’ বছরের ঐতিহ্যবাহী এ উৎসবকে কেন্দ্র করে নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা গেছে, প্রতিবছর ভূত চতুর্দশী পুণ্য তিথিতে এ উৎসব হয়ে থাকে। দীপালি উৎসব ও মহাশ্মশান রক্ষা কমিটির সভাপতি মানিক মুখার্জী জানান, এ বছর তিথি অনুযায়ী শনিবার দীপালি উৎসব এবং পরেরদিন শ্মশান কালীপূজা অনুষ্ঠিত হবে। উৎসব ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি এ বছরই সর্বপ্রথম এ উৎসবকে ঘিরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, পুরো অনুষ্ঠানকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নির্বিঘ্নে এ উৎসব পালনের জন্য সিটি কর্পোরেশন, বিদ্যুত বিভাগ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভায় নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, সমাধির ওপর হাজার হাজার মোমবাতি জ্বালিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূর্ব পুরুষদের স্মরণ করবে।
×