ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন

প্রকাশিত: ০৮:২৩, ২৬ অক্টোবর ২০১৯

কালিহাতী উপজেলা  শিক্ষা অফিসে  আগুন

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৫ অক্টোবর ॥ কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন জানান, আমার বাসা দক্ষিণ বেতডোবা হওয়ায় প্রতিদিনের ন্যায় আজকেও ফজরের নামাজ আদায় করার জন্য উপজেলা শিক্ষা অফিস সংলগ্ন কোর্ট মসজিদে যাওয়ার সময় শিক্ষা অফিসের দোতলায় আগুনের কালো ধোঁয়া দেখতে পাই। সঙ্গে সঙ্গে শিক্ষা অফিসের কর্মকর্তাসহ ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল আওয়াল জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত অফিসে এসে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পারলাম বৈদ্যুতিক শটসার্কিট থেকে অফিসের দোতলায় মাঝখানের রুমে আগুন লেগেছে। মহেশখালীতে ১০ দোকান স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মহেশখালীতে অগ্নিকান্ডে দশটি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটায় কালামারছড়া বাজাওে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ফার্মেসিসহ ১০টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে আল-হামরা মেডিক্যাল ল্যাব ফার্মেসির ওষুধ, ল্যাব সরঞ্জাম, টিভি, ফ্রিজ ও ৪টি জেনারেল স্টোর। এছাড়া পুড়ে গেছে ২টি ওয়ার্কশপের ৫টি মোটরসাইকেলসহ গাড়ির বিভিন্ন মালামাল ও ওয়ার্কশপের বিভিন্ন মেশিনারি পার্টস।
×