ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলা নাট্য উৎসবে আজ সময়ের ‘ভাগের মানুষ’

প্রকাশিত: ০৮:০৬, ২৬ অক্টোবর ২০১৯

 বাংলা নাট্য উৎসবে আজ সময়ের  ‘ভাগের মানুষ’

স্টাফ রিপোর্টার ॥ মহকাল নাট্য সম্প্রদায়ের তিনযুগ পূর্তি উপলক্ষে গত ২১ অক্টোবর থেকে ঢাকার ৪টি মঞ্চে শুরু হয়েছে ‘বাংলা নাট্য উৎসব ২০১৯’। এই উৎসবে আজ শনিবার ‘ভাগের মানুষ’ নাটকটি পরিবেশন করবে সময় নাট্যদল। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতি ভবনের ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির ১৮২তম প্রদর্শনী হবে। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। নাটকটি ‘সময়’-এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে সময় দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে। ‘ভাগের মানুষ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল. রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, নাহিদ আহমেদ বিপ্লব, মানসুরা রশীদ লাভলী, মাহমুদুল আলম, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, আলমগীর হোসেন, আনোয়ার, রুমা, সানী, চন্দন বোস প্রমুখ। ‘ভাগের মানুষ’ নাটকের গল্পে দেখা যায় ১৯৪৭ সালে দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাস্পের তেজ তখনও নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে এক ধরনের নাগরিক স্বস্তি দেবার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনও জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভলবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখন্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দু’টি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দু’দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল।
×