ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পার্ক থাকবে না, বাচ্চারা খেলতে পারবে না- তা হবে না ॥ আইভী

প্রকাশিত: ১৩:১১, ২৫ অক্টোবর ২০১৯

 নারায়ণগঞ্জে পার্ক থাকবে না, বাচ্চারা খেলতে পারবে না- তা হবে না ॥ আইভী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শেখ রাসেল পার্ক আমি করে দিয়েছি জনগণের জন্য, পুকুর আমি রক্ষা করেছি এই শহরের মানুষের জন্য। খাল-বিল রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। পার্ক রক্ষা করা এখন আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমি যেহেতু পার্ক করে দিয়েছি, আর রেলওয়ে জায়গা মাথায় করে নিয়ে যাবে তা কিন্তু হবার নয়। আমাদের পূর্বপুরুষের জায়গা রেলওয়ে একোয়ার (অধিগ্রহণ) করেছে, তা বিক্রির করার জন্য নয়। টেন্ডার দিয়ে বিক্রি করে দেবে, পার্ক থাকবে না, উন্মুক্ত মঞ্চ করতে দেবে না, খেলার মাঠ থাকবে না, আমাদের বাচ্চারা খেলতে পারবে না, তা কিন্তু হবে না। বৃহস্পতিবার রাতে নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের ১১ চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম ও মসিহউদ্দিন শাকের। মেয়র আইভী বলেন, শেখ রাসেল পার্ক নিয়ে বুধবার অনেক কিছু হয়েছে। রেলের জায়গা রেল নিয়ে যাবে- না কি ? জনপ্রতিনিধি হয়ে গোপনে জায়গা বিক্রি করে েিদব? আবার মায়াকান্না করবে, তা হবে না। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের পেছনের রাজউকের জায়গা কারা বিক্রি করে দিয়েছে তা নারায়ণগঞ্জবাসীর জানা উচিত। হাজীগঞ্জে দুর্গের জায়গা দখল হয়ে আছে। পাট মন্ত্রণালয় লিজ নিয়েছে। সেটা সিটি কর্পোরেশনের উচ্ছেদ করে দুর্গের সৌন্দর্য ফিরিয়ে আনা হচ্ছে। তিনি বলেন, আমি চাই নারায়ণগঞ্জবাসী আমার পাশে দাঁড়াক। উল্লেখ্য, বুধবার দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জে ডবল রেললাইনের কাজ পরিদর্শন এসে শেখ রাসেল পার্কের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন।
×