ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী পিতা-পুত্র নিহত

প্রকাশিত: ১৩:১১, ২৫ অক্টোবর ২০১৯

 যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী  পিতা-পুত্র  নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের পাশে স্যান্ডলারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী পিতা ও পুত্র নিহত হয়েছেন। স্থানীয় সময় ২১ অক্টোবর সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশী মিসবাহ উদ্দিন কাজল (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পরদিন হাসপাতালে মারা যায় ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ। খবর ওয়েবসাইটের। জানা গেছে, মিসবাহ উদ্দিন কাজল তার ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে বের হন। তারা এরি স্ট্রীটের আলমা স্কুল রোড পার হওয়ার সময় উত্তর-পশ্চিম থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে মিসবাহ উদ্দিন কাজল ঘটনাস্থলে মারা যান। আর গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার হাসপাতালে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার সকালে পুলিশ ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) গাড়িসহ আটক করে।
×