ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রানওয়েতে মিস ইউনিভার্স বাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ২৫ অক্টোবর ২০১৯

রানওয়েতে মিস ইউনিভার্স বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিলারবাড়ি। চূড়ান্ত পর্বে ১০জনকে পেছনে ফেলে বিজয়ী হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের তৃতীয় বর্ষের এই শিক্ষার্থী। স্টোনবেজ হোয়াইট টিস্যু গাউন পরে যেন শুরুতেই সবাইকে তাক লাগান। ফুলস্লিভ লম্বা গাউনে তাকে লাগছিলও বেশ। হোয়াইট পশমি নেক স্কার্ফ যেন আরও দ্যুতি ছড়াচ্ছিল। রানওয়ের ফোকাস আলো যেন বারবারই রং বদলাচ্ছিল গাউনের। বুধবার রাতে বসুন্ধরা কনভেনশনের নবরাত্রী হলে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিলেন মিস ইউনিভার্স (১৯৯৪) সুস্মিতা সেন। বিজয়ীর মাথায় তিনিই ৭৫০টি ডায়মন্ড খচিত প্রায় ২০ লাখ টাকা মূল্যের মুকুট পরিয়ে দেন। প্রতিযোগিতা চলার সময় সুস্মিতা সেনের এক প্রশ্নের উত্তরে শিলা বলেন, ‘আমার বাবা একজন সৈনিক, তিনি এই মুহূর্তে দেশের সীমানা পাহারা দিচ্ছেন।’ আর বিজয়ী হওয়ার পর একই রকম অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমিই বাংলাদেশ। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করতে চাই।’ সুস্মিতা সেন মঞ্চে ওঠার আগে প্রতিযোগীদের প্রশ্ন করার সময় নিজের অভিজ্ঞতা থেকে বলেন, ‘আমি যখন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম তখন ভালো মতো ইংরেজী বলতে পারতাম না। তাই বলব ইচ্ছে থাকলে যার যার মাতৃভাষাতেই সব কিছু করা সম্ভব।’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আলিশা ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন জেসিয়া ইসলাম। সুন্দরীদের এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯৪ মিস ইউনিভার্স বিজয়ী সুস্মিতা সেন। ফ্যাশন ডেস্ক
×