ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সীমান্তর ২ রৌপ্য ও ১ তাম্রপদক অর্জন

প্রকাশিত: ১২:৪০, ২৫ অক্টোবর ২০১৯

সীমান্তর ২ রৌপ্য ও ১ তাম্রপদক অর্জন

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার দিনটা জাতীয় ভারোত্তোলক তারকা মাবিয়া আক্তার সীমান্তর জন্য ছিল আসলেই ‘বৃহস্পতি তুঙ্গে।’ ২০১৬ সালে এসএ গেমসে স্বর্ণজয় করার সুবাদে এদিন ঢাকার মিরপুরে গণপূর্ত মন্ত্রণালয়ের ১৫০০ স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটের কাগজপত্র বুঝে পেয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে (মাবিয়ার পক্ষ থেকে সেটি বুঝে নেন তার বাবা)। আর একইদিনে আরও একটি সুখবরের জন্ম দেন মাবিয়া নিজেই। সুদূর উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে অনুষ্ঠেয় এশিয়ার জুনিয়র ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে একদিনেই তিনি অর্জন করেছেন দুটি রৌপ্য এবং ১টি তাম্রপদক। ফেসবুকে মাবিয়ার সতীর্থ- আরেক ভারোত্তোলক এবং কোচ শাহরিয়া সুলতানাই সুখবরটি জানান, ‘মাবিয়া ৭১ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৮০ কেজি, ক্লিন এ্যান্ড জার্কে ১০৫ কেজি উত্তোলন করেছে। সবমিলিয়ে উঠিয়েছে ১৮৫ কেজি ভার।’ কোরিয়ায় মাবিয়া যে পরিমাণ ভার উত্তোলন করেছেন, এটাই তার ক্যারিয়ারসেরা। এর আগে গত সেপ্টেম্বরে সীমান্ত থাইল্যান্ডের পাতায়ায় আইডব্লিউএফ (ইন্টারনাশনাল ওয়েটলিফটিং ফেডারেশন) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৪ কেজি ওজন শ্রেণীতে তুলেছিলেন ১৮৩ কেজি ভার (স্ন্যাচে তোলেন ৮০ কেজি, ক্লিন এ্যান্ড জার্কে ১০৩ কেজি)। তারপরও ৪২ প্রতিযোগীর মধ্যে তিনি হন ৩৪তম। ভারত সফর থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন স্পোর্টস রিপোর্টার ॥ আগেই জানা গিয়েছিল ভারত সফরে টি২০ সিরিজ খেলতে পারবেন না মোহাম্মদ সাইফউদ্দিন। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করল ভারত সিরিজে খেলা হচ্ছে না এ পেস অলরাউন্ডারের। পিঠের অব্যাহত ইনজুরিতে সবধরনের অনুশীলন থেকেও বিশ্রামে ছিলেন, কিন্তু ভারতের বিপক্ষে টি২০ সিরিজের দলে তাকে রাখা হয়েছিল। তবে দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান ক্যালিফাতোর রিপোর্টের পর ছিটকে গেলেন তিনি। জানা গেছে ৩ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।
×