ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামাল-আরিফুলদের সামনে আজ কলকাতা মোহনবাগান

জিতেই সেমিতে খেলতে চায় চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত: ১২:৩৫, ২৫ অক্টোবর ২০১৯

জিতেই সেমিতে খেলতে চায় চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে ॥ আগের দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। ম্যাচ দু’টিতে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে আটবার। এরপরও শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের সেমিফাইনালে খেলা নিশ্চিত হয় বন্দরনগরীর দলটির। এজন্য শেষ গ্রুপ ম্যাচে আজ মাঠে নামছে কোচ মারুফুল হকের দল। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ ভারতের কলকাতার মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে জামাল ভুঁইয়ার দল। শেষ ম্যাচে হার এড়ালেই নিশ্চিত হয়ে যাবে সেরা চারে খেলা। তবে চট্টলা আবাহনী ড্র নয় জয় দিয়েই সেমিফাইনালের টিকেট কাটতে চায়। বৃহস্পতিবার বন্দরনগরীর হোটেল আগ্রাবাদে সাংবাদিকদের দলটির অধিনায়ক ও কোচ এমন প্রত্যয়ের কথাই জানিয়েছেন। এদিকে আজ দিনের প্রথম ম্যাচে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টসের বিরুদ্ধে খেলবে লাওসের ইয়ং এলিফ্যান্টস। মোহনবাগানের বিরুদ্ধে আবাহনী জয় ছাড়া কিছুই ভাবছে না জানিয়ে দলটির কোচ মারুফুল হক বলেন, ‘প্রতিযোগিতার সময়সূচী যখন হাতে পেয়েছিলাম তখন থেকেই আমার দলকে এমন ব্যস্ত সূচীর জন্য প্রস্তুত করেছি। মোহনবাগানের বিপক্ষেও পূর্ণশক্তির দল নামাতে সমস্যা নেই আমাদের। পূর্ণ তিন পয়েন্টের জন্যই লড়বে ছেলেরা।’ ইয়ংয়ের বিরুদ্ধে প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দারুণ খেলে জয় তুলে নেয় আবাহনী। মারুফুল জানিয়েছেন, মূলত কৌশল পরিবর্তন করাতেই এসেছে এই সাফল্য। তিনি বলেন, ‘আসলে জামাল ও দিদিয়ের চার্লস একই পজিশনের খেলোয়াড়। দু’জন যখন ওপরে উঠে আসছিল তখন নিচে আমার একজন খেলোয়াড় কমে যাচ্ছিল। সেক্ষেত্রে আমার একজন টিপিক্যাল মিডফিল্ডারকে প্রয়োজন হয়ে পড়ল। মানিক হোসেন মোল্লাহকে নামাই। জামাল-দিদিয়ের দু’জনই ওপরে উঠে যায়। ওরা দু’জনই এ্যাটাকিং মিডফিল্ডার।’ প্রথমার্ধে উজবেক ডিফেন্ডার ইকবল জনের হাস্যকর ভুলের সুযোগ নিয়ে এগিয়ে গিয়েছিল ইয়ং এলিফ্যান্টস। শিষ্যকে আগলে রেখে তিনি বলেন, ‘ইকবল যে ভুলটা করেছে সে আসলে সেই মানের খেলোয়াড় না। ও আসলে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। আশাকরি পরে এই ভুলগুলো করবে না।’ অধিনায়ক জামাল তো আরও এগিয়ে। ভারতীয় দলটিকে টুর্নামেন্ট থেকে বিদায় করতে চান, ‘আর কে কেমন চায় তা জানি না। আমি ব্যক্তিগতভাবে টুর্নামেন্ট থেকে ভারতীয়দের বিদায় দেখতে চাই। এটা আমার জন্য একটা বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে।’ শেষ ম্যাচে দলে পরিবর্তন এলে সেটা ফলাফলে বিরূপ প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে জামাল বলেন, ‘বেঞ্চের খেলোয়াড়রা যারা এখনও সুযোগ পায়নি; তারাও নিজেদের প্রমাণের জন্য মুখিয়ে আছে। মোহনবাগানের বিপক্ষে এরা খেললেও ভাল ফলই আসবে আশাকরি।’ ইয়ং এলিফ্যান্টের কাছে হেরে মিশন শুরু করা মোহনবাগান নিজেদের দ্বিতীয় ম্যাচে টিসি স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে সেমিতে খেলার আশা জিইয়ে রেখেছে। আজকের ম্যাচটি তাদের জন্যই গুরুত্বপূর্ণ। শেষ চারে খেলতে হলে জয়ই পেতে হবে কোচ কিবু ভিচুনার দলের। কিন্তু কাজটা যে মহাকঠিন মানছেন দলটির কোচ, ‘আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। চট্টগ্রাম আবাহনী আসরের অন্যতম সেরা দল। আমাদের সেমিতে খেলতে হলে জিততে হবে। কাজটা কঠিন, তবে ছেলেরা চেষ্টা করবে’।
×