ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১২:২১, ২৫ অক্টোবর ২০১৯

কুষ্টিয়ায় হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ অক্টোবর ॥ কুষ্টিয়ায় একটি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত হলেনÑ কুমারখালী উপজেলার দমদমা গ্রামের মিরাজ উদ্দিন বিশ্বাসের ছেলে ইয়ার আলী, সুরুজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৪৩) এবং পলাতক আসামি বাগুলাট গ্রামের নিয়ামত আলীর ছেলে রেজাউল ইসলাম। আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩ মার্চ রাতে বৈদ্যুতিক মিস্ত্রি আলম শেখকে আসামিরা পূর্বশত্রুতার জের ধরে শ^াসরোধ ও গলাকেটে হত্যা করে লাশ কুমারখালী উপজেলার বাগুলাট গ্রামের একটি মেহগনি বাগানে ফেলে যায়। নারায়ণগঞ্জে গ্যাংস্টার গ্রুপের সাত সদস্য গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার উত্তর ইসদাইর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে নারীদের উত্ত্যক্তকারী গ্যাংস্টার গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু ও ২টি গোলতি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেনÑ মোঃ আল আমিন (৩৪), মোঃ রফিক (৫২), মোঃ আবির (২৯), ইমরান (৫১), মোঃ আবির হোসেন (২৮), মোঃ রুবেল (২৮) ও মোঃ মামুন হোসেন ওরফে শাওন (৩০)। গ্রেফতারকৃতরা নিজেদের গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে পরিচয় দিত। বুধবার রাত দেড়টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে পাঠানো র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ আলেপ উদ্দিনের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা স্বীকার করে যে তারা সবাই গ্যাংস্টার গ্রুপের সক্রিয় সদস্য। তারা বিভিন্নভাবে ওই এলাকার বিভিন্ন বয়সী নারী ও মেয়েদের শ্লীলতাহানি করে আসছে।
×