ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভিক্ষুকের তালিকায় ইউপি সদস্যের স্বামীসহ ৫ জন

প্রকাশিত: ১২:২১, ২৫ অক্টোবর ২০১৯

ভিক্ষুকের তালিকায় ইউপি সদস্যের স্বামীসহ ৫ জন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সদর উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের কাছে ভিক্ষুকদের তালিকা চাওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা সংশ্লিষ্ট এলাকায় ভিক্ষুকদের তালিকা উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দিচ্ছেন। এর মধ্যে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য আনোয়ারা বেগম নিজের স্বামী, দুই পুত্র ও দুই পুত্রবধূর নাম দিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে নামের তালিকা জমা দিয়েছেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা নানাভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউনিয়ন পরিষদের একটি সূত্র জানায়, যশোর সদর উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ভিক্ষুকদের তালিকা চেয়ে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামকে একটি চিঠি দেয়া হয়। যার স্মারক নম্বর ৫৮৬/২০১৯। তালিকা চাওয়ায় ইউপি চেয়ারম্যান ইউনিয়নের ইউপি সদস্যদের তালিকা দেয়ার আহ্বান করেন। ইউপি সদস্য আনোয়ারা বেগম তার স্বামী আতর আলী (৭০), পুত্র সাদিকুর রহমান (৪৫), পুত্রবধূ রিমা বেগম (৩৫), পুত্র তরিকুল ইসলাম (৪০) পুত্রবধূ শিরিনা বেগমের (৩৫) নামের তালিকা করে চেয়ারম্যানের কাছে জমা দেন। চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি বুঝতে পেরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাসেম আলী বিশ^াসকে জানান। তারা ইউপি সদস্য আনোয়ারা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই তালিকা দেইনি। আমার স্বামী তালিকা ইউনিয়ন পরিষদের চৌকিদার নিখিল চন্দ্র বিশ্বাসের কাছে দিয়েছেন। ফতেপুর ইউনিয়নের তারাগঞ্জ বাজারে শফিয়ার নামে এক ব্যক্তি জানান, আনোয়ারা বেগমের স্বামী আতর আলীর তারাগঞ্জ বাজারে বড় একটি চায়ের দোকান আছে। তার ছেলে সাদিকুরের জুতা ও স্যান্ডেলের দোকান, তরিকুল ইসলামের খুচরা ও পাইকারি বড় মুদির দোকান রয়েছে।
×