ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ইটভাঁটি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ১২:১৯, ২৫ অক্টোবর ২০১৯

কুড়িগ্রামে ইটভাঁটি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ অনুমোদন ছাড়া ইটভাঁটি প্রস্তুত ও ইট তৈরির কার্যক্রম পরিচালনার দায়ে কুড়িগ্রামে এক ভাঁটি মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদ-, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ এ রায় দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ জানান, ‘কোন ধরনের পূর্বানুমতি ছাড়া জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর এলাকায় এমএইচবি ব্রিক নামে একটি ইটভাঁটি প্রস্তুত করে ইট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন মালিক আব্দুর রব (গনি)। তার কাছে ভাঁটির অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। বোয়ালখালী নিজস্ব সংবাদদাতা বোয়ালখালী, চট্টগ্রাম থেকে জানান, বোয়ালখালীতে অবৈধ বালুর মহাল করার দায়ে দুই বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জ্যৈষ্ঠপুরা ভারাম্বার ঘাট এলাকায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নদী থেকে উত্তোলনকৃত বালু বিক্রির উদ্দেশে স্তূপ করে রাখার অপরাধে বালু ব্যবসায়ী মোঃ শওকত হোসেনকে ৫০ হাজার টাকা ও স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য সায়েরা বেগমের স্বামী আবু সৈয়দকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
×