ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘উপজেলা হাসপাতালে এন্টি-ভেনম সরবরাহ করা হবে’

প্রকাশিত: ১২:০১, ২৫ অক্টোবর ২০১৯

‘উপজেলা হাসপাতালে এন্টি-ভেনম সরবরাহ করা হবে’

স্টাফ রিপোর্টার ॥ সাপের কামড় থেকে আরোগ্য লাভে দেশের সব উপজেলা হাসপাতালে ‘এন্টি-ভেনম’ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি। বাংলাদেশে সর্প দংশনে একটিও অকালমৃত্যু যেন না হয় তার ব্যবস্থা নিশ্চিতকরণে বিশ^ স্বাস্থ্য সংস্থা প্রণীত কৌশলপত্রের আলোকে জরুরীভাবে সর্প দংশনের কৌশলপত্র ও অর্থের ব্যবস্থাসহ সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা বলরুমে নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম আয়োজিত সর্প দংশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ^ স্বাস্থ্য সংস্থার রিজিওনাল এ্যাডভাইজার ডাঃ অপর্ণা শাহ কর্মকৌশল উপস্থাপনা করেন এবং ‘ভেনম রিসার্স সেন্টার’ এর কর্মকা- উপস্থাপন করেন ডাঃ অনিরুদ্ধ ঘোষ। লাইন ডিরেক্টর ডাঃ নূর মোহাম্মদের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সেক্টরের উর্ধতন কর্মকর্তাসহ স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ এনায়েত হোসেন ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাঃ এমএ ফয়েজ উপস্থিত ছিলেন। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর ৬/৭ হাজার মানুষ সাপের কামড়ে মারা যাচ্ছে। সে হিসেবে প্রতিদিন গড়ে অন্তত ১৬ জনের মৃত্যু ঘটে সাপের কামড়ে।
×