ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১১:০৯, ২৫ অক্টোবর ২০১৯

ঝলক

মরার ভান সম্প্রতি চীনে জিনগ্যাং নামে একটি ঘোড়ার সন্ধান পাওয়া গেছে যার পিঠে উঠলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়ে। পা ছুড়ে মৃত্যুযন্ত্রণা সহ্য করার মতো ভান করতে থাকে। এরপর চোখ বন্ধ করে রাখে। ঘোড়াটির অভিনয় সবাইকে রীতিমতো অবাক করে দিয়েছে। কাজ করা বা কাউকে পিঠে ওঠানো তার এতটাই অপছন্দ যে কেউ কাছে আসছে বুঝতে পারলেই সে মারা যাওয়ার অভিনয় শুরু করে। হাত-পা ছুড়ে, জিহ্বা বের করে মৃতের মতো পড়ে থাকে। যতক্ষণ কেউ পাশে থাকবে চোখ খোলে না। দূরে গেলে তারপরই ফের উঠে দাঁড়াবে। শুধু তাইই নয় প্রশিক্ষককে বিশেষ পাত্তা না দিয়ে আলসেমি করেই দিন কাটানো পছন্দ এ ঘোড়ার এবং অভিনয়ের ভিডিও শেয়ার করেন ফ্রাসিস্কো জালাসার নামে এক ব্যক্তি। ঘোড়াটির অভিনয় দেখে অনেকে রসিকতা করে বলেছেন, জিনগ্যাংয়ের অস্কার পাওয়া উচিত! পশু-পাখির অদ্ভুত আচরণের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। কিছুদিন আগেই একটি কুকুর নখ কাটার ভয়ে বারবার অজ্ঞান হওয়ার অভিনয় করছিল। -সিনহুয়া ভৌতিক আপেল যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের স্পার্ট শহরের এক বাগানের আপেলের চেহারা দেখে সবাই অবাক হচ্ছেন। দেখে মনে হয় যেন, ড্রাকুলার ব্রেকফাস্টের টেবিল থেকে উঠে এসেছে। ভৌতিক সিনেমায় এমন ফল দেখা যায়। যাতে কামর বসায় রক্তচোষা ভ্যাম্পায়ার বাদুড়। ওই ‘ভৌতিক আপেল’ প্রথম নজরে আনেন স্থানীয় বাসিন্দা এ্যান্ড্রু সিয়েতসেমার। তিনি ফেসবুকে আপেলের ছবি আপলোড করার পরই তা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়। আপেলের চেহারা নিয়ে অনেকে জানিয়েছেন, রক্তচোষা পিশাচের কাণ্ড সেটি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিষয়টি মোটে অতিপ্রাকৃত কিছু নয়, বরং আপেলগুলো প্রায় পচে গেছে। এ সময়ে এলাকাটি বরফে আচ্ছাদিত। পাশাপাশি শুরু হয়েছে বৃষ্টি। সে কারণেই আপেলগুলো ওই রকম ভৌতিক হয়ে উঠেছে। গাছ ধরে ঝাঁকালে আপেলের খোল গাছে ঝুলছে আর শাঁস মাটিতে পড়ে যাচ্ছে। শূন্য খোলগুলোকে আরও ভৌতিক দেখাচ্ছে এ কারণে। -ফক্স নিউজ
×