ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মারামারির ম্যাচ জিতে টিকে থাকল বসুন্ধরা

প্রকাশিত: ১১:০৭, ২৫ অক্টোবর ২০১৯

মারামারির ম্যাচ জিতে টিকে থাকল বসুন্ধরা

জাহিদুল আলম জয়, চট্টগ্রাম থেকে ॥ গোল হয়েছে পাঁচটি। লালকার্ড চারটি, হলুদ কার্ডের সংখ্যাও একই। সঙ্গে ছিল মারামারি, ধাক্কাধাক্কি। এমন ঘটনাবহুল ম্যাচ হয়েছে শেখ কামাল ক্লাব কাপ ফুটবলে বাংলাদেশে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ভারতের আই লীগের শিরোপাজয়ী চেন্নাই সিটি এফসির মধ্যে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের বিতর্কিত এই ম্যাচ ৩-২ গোলে জিতে টুর্নামেন্টে টিকে রয়েছে বসুন্ধরা। এরপর একই ভেন্যুতে রাতে হওয়া মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি ও ভারতের গোকুলাম কেরালার মধ্যকার আরেক ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এটি এবারের টুর্নামেন্টের প্রথম ড্র ও প্রথম গোলহীন ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে দাপুটে পারফর্মেন্স প্রদর্শন করা দল দু’টি বেশ কয়েকটি ভাল সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। এই ড্রতে লাভ হয়েছে ভারতীয় ক্লাব গোকুলামেরই। কেননা শনিবার নিজেদের শেষ গ্রুপ ম্যাচে তারা খেলবে স্বদেশী ক্লাব চেন্নাইয়ের বিরুদ্ধে। যাদের টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে টেরেঙ্গানুকে কঠিন পরীক্ষা দিতে হবে বসুন্ধরার বিরুদ্ধে। অবশ্য বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে গোলগড়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে টেরেঙ্গানু। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গোকুলাম। আর একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান বাংলার কিংসদের। বসুন্ধরা মহামূল্যবান জয়টি পেয়েছে মূলত বিদেশী ফুটবলারদের নৈপুণ্যে। দলটির জয়ে জোড়া গোল করেন লেবাননের ফরোয়ার্ড মোহাম্মদ জালাল কদুহ। অপর গোলটিও করেন আরেক বিদেশী কিরগিজস্তানের ফরোয়ার্ড বখতিয়ার দুশোবেকভ। চেন্নাইয়ের হয়ে গোল দু’টি করেন অধিনায়ক পেড্রো জ্যাভিয়ের মাঞ্জি ক্রুস ও ফরোয়ার্ড মাশহুর শেরিফ। ম্যাচে নয়জনের দলে পরিণত হওয়া চেন্নাইয়ের হয়ে লালকার্ড দেখেন জাপানী মিডফিল্ডার কাটসুমি ইউসা ও ডিফেন্ডার রবার্টো সুয়ারেজ। এছাড়া দলটির দুইজন ফুটবলার হলুদ কার্ড দেখেন। পাশাপাশি বসুন্ধরারও দুইজন খেলোয়াড় দেখেন হলুদ কার্ড। আর ডাগআউটে হাতাহাতিতে লিপ্ত হওয়ায় বুসন্ধরা কোচ অস্কার ব্রুজেন ও চেন্নাই কোচ মোহাম্মদ আকবরকে লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন শ্রীলঙ্কান রেফারি লাকমাল। ম্যাচের ২৫ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে রেফারি চেন্নাইয়ের কাটসুমিকে বলেন, ‘এই চাইনাম্যান (আসলে কাটসুমি চীনের না, জাপানী ফুটবলার) এটা চীন না, বাংলাদেশ’। এই মন্তব্যের জেরে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি মোটেও ভাল লাগেনি চেন্নাইয়ের কর্মকর্তাদের। ম্যাচ শেষে তাই রেফারির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তোলেন তারা। লালকার্ড দেখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দু’দলের কোচ আসতে পারেননি।
×