ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপাতত কত টাকা দিতে পারবেন, জানান-

প্রকাশিত: ১১:০৭, ২৫ অক্টোবর ২০১৯

আপাতত কত টাকা দিতে পারবেন, জানান-

স্টাফ রিপোর্টার ॥ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে গ্রামীণফোন বিটিআরসিকে আপাতত কত টাকা দিতে পারবে তা জানাতে বলেছে আপীল বিভাগ। আগামী বৃহস্পতিবারের মধ্যে গ্রামীণফোনের আইনজীবীদের আদালতকে এ তথ্য জানাতে বলা হয়েছে। ওই দিন আদালত পরবর্তী আদেশ দেবে। এদিকে অজিয়াটার কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ৮শ’ ৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের ওপর আদেশ আবার পিছিয়েছে। পরবতী আদেশের জন্য ৩ নবেম্বর দিন নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এসব আদেশ দেয়। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নিরীক্ষা দাবির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে গ্রামীণফোন ন্যূনতম কত টাকা দিতে পারবে তা জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিটিআরসির লিভ টু আপীলের শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি রেখে ওই সময়ের মধ্যে গ্রামীণফোনের আইনজীবীদের তা জানাতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপীল বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও এ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব। গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। বিচারপতি আবদুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপীল বিভাগে আবেদন করে বিটিআরসি। এর আগে প্রায় ২৭ খাতে ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা দাবি করে গ্রামীণফোনকে গত ২ এপ্রিল চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গ্রামীণফোন নিম্ন আদালতে একটি মামলা করে। এরপর গত ২৮ আগস্ট নিম্ন আদালত গ্রামীণের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করে। পরে ওই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করে গ্রামীণফোন। আপীলটি শুনানির জন্য গ্রহণ করে দুই মাসের জন্য গ্রামীণফোনের কাছ থেকে টাকা আদায়ে নিষেধাজ্ঞা দিল হাইকোর্ট। রবির কাছে বিটিআরসির পাওনার আদেশ ৩ নবেম্বর ॥ বেসরকারী মোবাইল ফোন অপারেটর রবি অজিয়াটার কাছে বিটিআরসির পাওনা ৮শ’ ৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদনের ওপর আদেশ ফের পিছিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য ৩ নবেম্বর রবিবার দিন রেখেছে। রবির আইনজীবী ব্যারিস্টার কাজী এরশাদুল আলম বলেন, গত ২০ অক্টোবর হাইকোর্ট আমাদের আপীল শুনানির জন্য গ্রহণ করে নিষেধাজ্ঞার আবেদনের ওপর আদেশের জন্য ২২ নবেম্বর মঙ্গলবার দিন রেখেছিল। সেদিন এটা পিছিয়ে ২৪ অক্টোবর বৃহস্পতিবার বেলা দুটায় রেখেছে। আজ (বৃহস্পতিবার) এটি পিছিয়ে আবার ৩ নবেম্বর দিন রেখেছে। ২০ অক্টোবর ব্যারিস্টার কাজী এরশাদুল আলম জানান, গত বছরের ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে বিটিআরসি রবিকে চিঠি দিয়েছিল। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। পরে নিম্ন আদালত রবির অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপীল করে রবি। ২০ অক্টোবর রবিবার হাইকোর্ট আপীলটি শুনানির জন্য গ্রহণ করে।
×