ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাজিতপুরে পিকআপভর্তি গাঁজার চালানসহ আটক ২

প্রকাশিত: ০৭:০৯, ২৪ অক্টোবর ২০১৯

বাজিতপুরে পিকআপভর্তি গাঁজার চালানসহ আটক ২

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার বাজিতপুরে পিকআপে করে গাঁজার চালান পাচারের সময় ১২ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনকারী পিকআপসহ দুইজনকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার এলাকায় চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-নেত্রকোনার বারহাট্টা থানার দশধার গ্রামের লালু হোসেনের ছেলে আহলাদ মিয়া এবং একই গ্রামের ইছব আলীর ছেলে মোঃ জুলহাস। র্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার, বিএন এম শোভন খান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে নেত্রকোনা এবং ময়মনসিংহ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় মাদকদ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে র্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে বাজিতপুরের পিরিজপুর বাজার এলাকায় চেক পোস্ট স্থাপন করা হয়। পরে চেক পোস্ট পরিচালনাকালে একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হলে পিকআপটি তল্লাসি করে ১২ কেজি গাঁজাসহ আহলাদ মিয়া ও মোঃ জুলহাস নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
×