ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিল্পীদের স্বার্থ রক্ষায় জয় চৌধুরী

প্রকাশিত: ১৩:০৫, ২৪ অক্টোবর ২০১৯

শিল্পীদের স্বার্থ রক্ষায় জয় চৌধুরী

অভিনেতা জয় চৌধুরী। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি। হাতে রয়েছে বেশকিছু সিনেমা। জয় বলেন, ডিপজলের প্রযোজনায় ‘এক জবান’ সিনেমার মাধ্যমে আমি বড় পর্দায় আত্মপ্রকাশ করি। এরপর ‘ভালবাসলে দোষ কি তাতে’, ‘আজব প্রেম’, ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘ক্ষণিকের ভালবাসা’ এবং সর্বশেষ ‘অন্তরজ্বালা’ মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অবাস্তব ভালবাসা’, ‘ভালবাসি কত বোঝাব কেমনে’, ‘কাকতাড়ুয়া’ ও ‘আনন্দ অশ্রু সহ একাধিক সিনেমা। নতুন চুক্তিবদ্ধ হয়েছি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘হ্যালো’, ‘দোস্তদুশমন’ ও ‘জিরো পয়েন্ট’ সিনেমা তিনটিতে। সামনের মাসে শুরু হবে ‘নসিব’ ও ‘ভেলকিবাজি’ সিনেমার শূটিং। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করছেন এ চিত্রনায়ক। এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘প্রথমবার কিংবদন্তিদের সঙ্গে নির্বাচন করছি এটা আমার জন্য অনেক আনন্দের। অনেক আগ থেকে বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত। তবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে জড়িত থাকলেও আগে কখনও নির্বাচনে আসিনি। তবে এবার সিনিয়রদের অনুরোধে নির্বাচনে অংশগ্রহণ করার সাহস পেয়েছি। আশা করছি নির্বাচিত হলে আগামী দুই বছর শিল্পীদের বিভিন্ন স্বার্থ রক্ষায় প্রতিনিধি হিসেবে কাজ করব।’ আনন্দকণ্ঠ প্রতিবেদক
×