ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দরপতনে বিক্ষোভের আগে পুলিশের অনুমতি লাগবে

প্রকাশিত: ১২:৫০, ২৪ অক্টোবর ২০১৯

দরপতনে বিক্ষোভের আগে পুলিশের অনুমতি লাগবে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিনিয়োগকারীরা কোন প্রকার মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধনসহ কোন প্রকার কর্মসূচী পালন করতে পারবে না। বুধবার সকালে বিক্ষোভকারী বিনিয়োগকারীদের তলব করে এমন শর্তারোপ করে মতিঝিল থানা পুলিশ। বিষয়টি বিনিয়োগকারীদের লিখিতভাবে না দিলেও তা মৌখিকভাবে জানানো হয়ছে। ফলে এখন থেকে ডিএমপি কমিশনারের অনুমতি ছাড়া ডিএসই’র সামনে বিনিয়োগকারী কোন কর্মসূচী পালন করতে পারবে না। প্রয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে বিনিয়োগকারীদের দাবি আদায়ের লক্ষ্যে মিছিল, মিটিং, সভা-সমাবেশ, বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচী পালনের প্রস্তাবও দিয়েছে পুলিশ। -অর্থনৈতিক রিপোর্টার ব্যবসা সম্প্রসারণ করবে স্কয়ারের দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার গ্রুপের দুই কোম্পানি ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানি দুইটি জমি কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুইটি হচ্ছে- স্কয়ার ফার্মা ও স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড। জানা গেছে, স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা অনুমোদন করেছে। এছাড়া ও কোম্পানিটি ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণের জন্য মূলধনী যন্ত্রপাতি ও জমি কিনবে। অন্যদিকে স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ বিএমআরই প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা অনুমোদন করেছে। এছাড়া ও কোম্পানটি ভবিষ্যত ব্যবসা সম্প্রসারণের জন্য জমি কিনবে। -অর্থনৈতিক রিপোর্টার
×