ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সূচক বাড়লেও শেয়ারবাজারে ৫ মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ১২:৪৮, ২৪ অক্টোবর ২০১৯

সূচক বাড়লেও শেয়ারবাজারে ৫ মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ মঙ্গলবারের দরপতনে ৩৫ মাস আগের অবস্থান চলে যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বুধবার কিছুটা বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উত্থান হয়েছে। উভয় শেয়ারবাজারেই দিনটিতে তালিকাভুক্ত বীমা কোম্পানির চাহিদা বেড়েছে। একইভাবে গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে কমতে থাকা জুন ক্লোজিং কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল। ফলে এই কোম্পানিগুলোরই দর বেড়েছে বেশি। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭২৭ পয়েন্টে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বাড়লেও কমেছে ডিএসই-৩০ সূচক। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনও ৫ মাস ৭ দিন বা ১০২ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ২৭১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগের চলতি বছরের ১৬ মে বুধবারের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওইদিনে লেনদেন হয়েছিল ২৫৬ কোটি টাকার। ডিএসইতে ৩৫২টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২০২টির বা ৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৮৮টির বা ২৫ শতাংশের এবং ৬২টি বা ১৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। এদিন কোম্পানিটির ১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা ন্যাশনাল টিউবসের ১০ কোটি ৬২ লাখ টাকার এবং ৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে স্ট্যান্ডার্ড সিরামিক। ডিএসইর সাবিক লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : সোনারবাংলা ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্টাফলার্স, স্কয়ার ফার্মা, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং, কপারটেক, মুন্নু সিরামিক ও যমুনা ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৪ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর। সিএসইতে ১৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×