ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফেসবুকে অপপ্রচার, আটক দুই

প্রকাশিত: ১২:৪৭, ২৪ অক্টোবর ২০১৯

ফেসবুকে অপপ্রচার, আটক দুই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ফেসবুক আইডির মাধ্যমে পুলিশ বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা হলো-গাজীপুরের কাপাসিয়া উপজেলার সোহাগপুর এলাকার মৃত আঃ আহাদের ছেলে হাবিবুর রহমান (৩০) ও একই এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে রায়হান মিয়া (২০)। জানা গেছে, কাপাসিয়া থানাধীন সিংহশ্রী ইউনিয়নের সোহাগপুর বাজারে হাদিউল ইসলামের মুদি দোকানের সামনে বসে ফেসবুক আইডির মাধ্যমে পুলিশ ও সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও রায়হান মিয়াকে আটক করে। বেরোবির আবাসিক হলে শুদ্ধি অভিযান নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৩ অক্টোবর ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলোতে শুদ্ধি অভিযান শুরু করেছে হল প্রশাসন। গত সোমবার থেকে এই অভিযান শুরু হয়। এতে অবৈধভাবে হলে অবস্থানরত শিক্ষার্থীদের উচ্ছেদসহ সিট বৈধকরণ করার কার্যক্রম চালানো হচ্ছে। জানা যায়, বেরোবির প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য ৩টি আবাসিক হলে মাত্র ৮৮৯টি আসন রয়েছে। ছেলেদের দুই আবাসিক হলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৩০৭টি এবং শহীদ মুখতার এলাহী হলে ২৪০টি সিট রয়েছে। অপরদিকে মেয়েদের একমাত্র আবাসিক হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৪২ টি সিট রয়েছে। মেয়েদের হলে আবাসিকতা নিয়ে কোন সমস্যা না থাকলেও ছেলেদের দুই হলে অবৈধ শিক্ষার্থীদের দৌরাত্ম্যের কারণে বৈধ শিক্ষার্থীরা তাদের সিটে উঠতে পারছে না।
×