ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুদককে আর কেউ দন্তহীন বলার সাহস পাবে না ॥ কমিশনার

প্রকাশিত: ১২:৪৩, ২৪ অক্টোবর ২০১৯

দুদককে আর কেউ দন্তহীন বলার সাহস পাবে না ॥ কমিশনার

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ অক্টোবর ॥ দুদককে এখন আর কেউ দন্তহীন বলার সাহস পাবে না। দুদক এখন অনেক শক্তিশালী। এমনকি এখন দুদকের কামড় নয়, আঁচড়ও কেউ সহ্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোজাম্মেল হক খান। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে দুদকের গনশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দুদক একটি শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান। যারা দুর্নীতি করছেন তারা সাবধান হয়ে যান। দুর্নীতি করে স¤্রাটরাও অনেক সম্পদের মালিক হয়েছিলেন তারাও পার পাননি। স¤্রাটের সহযোগীরা পার পাবে না। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সেনাপ্রধান ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) কেএম শফিউল্লাহ (বীরউত্তম) বলেন, পাকিস্থানী শোষণের বিরুদ্ধে স্বাধীনতার প্রয়োজন পড়ে। আজকাল দুর্নীতিবাজরা শোষণ শুরু করেছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে দুদককে আরও শক্তিশালী ভুমিকা পালন করতে হবে। জেলা প্রশাসক জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন, সরকারী সেবা প্রার্থীদের বিধি বিনা হয়রানিতে সেবা দিয়ে আসছে প্রশাসন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের কথা শুনতে জেলা পুলিশ সুপারের দপ্তর সব সময় খোলা থাকে। তাদের কথা গুরুত্বের সঙ্গে শোনা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে গনশুনানিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম প্রমুখ।
×