ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় হাসপাতাল থেকে শিশু উধাও

প্রকাশিত: ১২:৩৯, ২৪ অক্টোবর ২০১৯

নেত্রকোনায় হাসপাতাল থেকে শিশু উধাও

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৩ অক্টোবর ॥ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে রোহামনি নামে আড়াই বছরের এক মেয়ে শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের সামনে থেকে শিশুটি উধাও হয়। বিকেল পর্যন্ত নিখোঁজ শিশুটির খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ রোহামনি বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বোয়লজানা গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। নিখোঁজ শিশুর অভিভাবকরা জানায়, বোয়ালজানা গ্রামের জামাল উদ্দিন অসুস্থ হয়ে গত দু’দিন ধরে ওই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বুধবার সকালে তার স্ত্রী আড়াই বছরের মেয়েকে নিয়ে জামালকে দেখতে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে এক চিকিৎসক প্রতিদিনের মতো ওয়ার্ড পরিদর্শনে গেলে রোগী ব্যতীত স্বজনদের বাইরে বের করে দেয়া হয়। এ সময় জামালের বাকপ্রতিবন্ধী স্ত্রী তার মেয়েকে কোলে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকেন। তখন অপরিচিত এক নারী তার কোল থেকে শিশুটিকে নিয়ে সটকে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও আশপাশের এলাকাজুড়ে হৈচৈ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। কিন্তু বিকেল পর্যন্ত শিশুটির কোন সন্ধান মিলেনি। নেত্রকোনা মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, শিশুটির মা বাকপ্রতিবন্ধী হওয়ায় কিভাবে শিশুটি চুরি হয়েছেÑ সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান বলেন, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজগুলোতে শিশু চুরির কোন প্রমাণ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
×