ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় বোর্ডের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন সৌরভ

প্রকাশিত: ১২:৩৪, ২৪ অক্টোবর ২০১৯

ভারতীয় বোর্ডের আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ সৌরভ গাঙ্গুলী যে ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে যাচ্ছেন সেটি নিশ্চিত হয়েছিল আগেই। বিসিসিআই’র প্রেসিডেন্ট পদে মনোনয়নের শেষ দিনেও যখন তার কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাওয়া যায়নি। বাকি ছিল কেবল বোর্ড সভার আনুষ্ঠানিকতা। বুধবার সেটিও সম্পন্ন হলো। বিশ্বের অন্যতম প্রভাবশালী ক্রিকেট বোর্ড তথা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন কলকাতার মহারাজ। ৪৭ বছর বয়সী সৌরভ বিসিসিআই’র ৩৯তম প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশটির সুপ্রীমকোর্ট নিয়োজিত কমিটি অব এ্যাডমিনিস্ট্রেটর্স বা সিওএ’র মেয়াদও শেষ হয়ে গেল। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী আগামী বছর জুলাইয়ের পরপরই তাকে কুলিং পিরিয়ডে চলে যেতে হবে। সব ঠিকঠাক এগোলে এবং পুনরায় নির্বাচিত হলে ফের তিন বছরের জন্য মসনদে ফিরতে পারবেন সাবেক অধিনায়ক। মুম্বাইয়ে বিসিসিআই’র সভায় বোর্ডের সচিব পদে জয় শাহ (অমিত শাহ পুত্র) এবং কোষাধ্যক্ষ পদে অউরণ ধুমলকে (অনুরাগ ঠাকুরের ভাই) বেছে নিয়েছেন সব রাজ্য সংস্থার প্রতিনিধিরা। আগেরদিনই (মঙ্গলবার) এসএ বোবদে এবং এল নাগাশ্বর রাওয়ের সুপ্রীমকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, সর্বোচ্চ আদালত নিযুক্ত লোধা কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ২৩ অক্টোবর, ২০১৯। এরপর দায়িত্ব বুঝে নেবেন সৌরভ। বুধবার সকালে মুম্বাইয়ে বিসিসিআই’র সাধারণ বার্ষিক সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করা হয়। আর পরমুহূর্তে টুইটার বার্তায় বিশ্ববাসীকে তা জানিয়ে দেয় বিসিসিআই। দাদাবাবুর নতুন ইনিংসের জন্য শুভ কামনা প্রকাশ করা হয়। বিসিসিআই’র প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শুরুতে এগিয়ে ছিলেন সাবেক বস্ এন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্রিজেশ প্যাটেল। তবে গত সপ্তাহে মনোনয়ন জমা দেয়ার শেষ মুহূর্তে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। বর্তমান ভারতের ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দফায় দফায় আলোচনার পর প্রর্থিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ব্রিজেশ। তখনই সৌরভের প্রেসিডেন্ট হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। বিভিন্ন সমস্যায় জর্জর বিসিসিআই এতদিন দেশটির আদালত কর্তৃক কমিশন দ্বারা পরিচালিত হয়ে আসছিল। আর সেই লোধা কমিটির সুপারিশ অনুযায়ী সবকিছু নতুনভাবে ঢেলে সাজানোর পর প্রথম প্রেসিডেন্ট হলেন সৌরভ।
×