ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিবালায় রক্ষা জুভেন্টাসের

প্রকাশিত: ১২:৩৪, ২৪ অক্টোবর ২০১৯

দিবালায় রক্ষা জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে জুভেন্টাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মঙ্গলবার ইতালিয়ান জায়ান্টরা ২-১ গোলে হারিয়েছে লোকোমোটিভ মস্কোকে। এর পেছনে নায়কের ভূমিকায় ছিলেন পাওলো দিবালা। এদিন মাত্র দুই মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে দুইবার বল জড়ান তিনি। নিজেদের মাঠে এদিন ম্যাচ শুরুর ৩০ মিনিটের মধ্যেই রাশিয়ার চ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়ে স্বাগতিক জুভেন্টাস। রাশিয়ান মিডফিল্ডার এ্যালেক্সেই মিরানচাকের গোলটি ম্যাচ শেষের ১৩ মিনিট পর্যন্ত মস্কোকে এগিয়ে রেখেছিল। কিন্তু ৭৭ মিনিটে ম্যাচের চেহারা পাল্টে দেন দিবালা। হুয়ান কুয়াড্রাডোর সহযোগিতায় জুভেন্টাসকে সমতায় ফেরানোর দুই মিনিট পর তিনি দলের হয়ে জয়সূচক গোলটি করেন। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ডি’র টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান জায়ান্টরা। জোড়া গোল করে দলকে উপহার জয় দেয়ার ফলে ম্যাচ শেষে উচ্ছ্বসিত দিবালা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দারুণ খুশি। এই ধরনের দুটি গোল করার ইচ্ছা অনেকদিন থেকেই ছিল। ম্যাচটা কঠিন হলেও আজ আমরা নিজেদের অভিজ্ঞতার পর্যায়টা প্রমাণ করেছি। শেষ পর্যন্ত শান্ত থেকে ম্যাচের ফলাফল নিজেদের করে নিয়েছি।’ জুভেন্টাসের কোচ মাউরিসিও সারি বলেন, ‘এই ধরনের গোল হজমের পর পুনরায় ম্যাচে ফিরে আসাটা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। কিন্তু আমরা শেষ পর্যন্ত ম্যাচ ছাড়িনি। আমরা জানতাম এই ম্যাচে ফিরে আসার যোগ্যতা আমাদের আছে। আজ আমরা পোস্টে ২৫টি শট নিয়েছি। বল ও পজিশনের দিক থেকেও আমরা এগিয়ে ছিলাম। সে কারণে বলতেই হয় আমরা ভাল খেলেছি। এটা কোন ব্যতিক্রমী দিন ছিল না। প্রতি তিনদিনে আমাদের একটি ম্যাচ খেলতে হচ্ছে।’ লোকোমোটিভের হয়ে গোল করা মিরানচাক বলেন, ‘ম্যাচটা বেশ কঠিন ছিল। ম্যাচের শেষে এসে আমরা কিছুটা পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। আর সেই সুযোগটাই জুভেন্টাস নিয়েছে। জুভেন্টাস সবসময়ই একটি বিপজ্জনক একটি দল।’ দিনের আরেক ম্যাচে এ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ গোলে বেয়ার লেভারকুসেনকে পরাজিত করে হেড টু হেডে জুভেন্টাসকে পিছনে ফেলে টেবিলের শীর্ষে অবস্থান করছে। মারিসিও সারির জুভেন্টাস আগের দুই ম্যাচে এ্যাটলেটিকোর সঙ্গে ড্র ও লেভারকুসেনকে ৩-০ গোলে পরাজিত করেছিল। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লোকোমোটিভ।
×