ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাম্বাসি কাপ ফুটবল শুরু শুক্রবার

প্রকাশিত: ১২:৩২, ২৪ অক্টোবর ২০১৯

এ্যাম্বাসি কাপ ফুটবল শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার থেকে পর্দা উঠছে এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দুইদিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১৩টি বিদেশী দূতাবাস ও হাইকমিশন। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। ‘স্পোর্টস ফর পিস’ এই সেøাগান সামনে রেখে একত্রিত হচ্ছে বাংলাদেশে অবস্থিত দূতাবাসগুলো। সেভেন-এ-সাইড টুর্নামেন্টের দলগুলো হলো : অস্ট্রেলিয়া, ভুটান, ইরান, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, নরওয়ে, পাকিস্তান, প্যালেস্টাইন, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম। এছাড়া প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশও। তবে তাদের আছে দুটি দল। একটি পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যটি ডিপ্লোম্যাট পুলিস। এছাড়া আছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের একটি দলও। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার (এপিবিএন) মাঠ। শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন ও ওয়ালটন গ্রুপের ইন্টারন্যাশনাল বিজনেসের সভাপতি এ্যাডওয়ার্ড কিম। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি। টুর্নামেন্টে জার্সি ও ট্রফি উন্মোচন করেন গতবারের রানার্সআপ প্যালেস্টাইনের দলনেতা নূর। এ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। এর সহকারী পৃষ্ঠপোষক এসএমসি ড্রিংকিং ওয়াটার ও স্পোর্টস পার্টনার ডেকাথলন। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইলেক্ট্রনিক মিডিয়া থেকে যমুনা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া থেকে দ্য ডেইলি স্টার, ভয়েস মিডিয়া থেকে রেডিও ভূমি এবং অনলাইন মিডিয়া থেকে রাইজিংবিডি ডটকম। বুধবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ও মন্ত্রণালয়ের ফুটবল দলের টিম ম্যানেজার কাজী জিয়াউল হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট এ্যাকটিভিস্টের ব্যবস্থাপনা পরিচালক খালিদুর রহমান জুয়েল, ফিলিস্তিন দূতাবাসের কর্মকর্তা নূর এইচ আলাওয়ি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
×