ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘মানব পাচার রোধে ঢাকার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন’

প্রকাশিত: ১১:৪৭, ২৪ অক্টোবর ২০১৯

‘মানব পাচার রোধে ঢাকার সঙ্গে কাজ করতে চায় ওয়াশিংটন’

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, মানবপাচার মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং পাচার থেকে বেঁচে যাওয়া মানুষদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো যুক্তরাষ্ট্র সরকারের অঙ্গীকার। পাচারকারীরা যে মুনাফার লোভে অসহায় লোকদের শোষণ করে যাচ্ছে সেটি বানচাল করে দিতে করণীয় বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। বুধবার দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এদিকে সিলেট সফরকালে দেশের একমাত্র জলারবন রাতারগুল পরিদর্শনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, রাতারগুলের মতো স্থানগুলো সংরক্ষণ করা খুবই জরুরী। রাতারগুলের মতো বিভিন্ন সংরক্ষিত প্রজাতির আবাসস্থল মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করার মতো পরিবেশগত সেবা দেয়। তিনি বলেন, সিলেটে দেখার ও করার মতো অনেক কিছুই আছে। তবে আমার এবারের আসার অন্যতম কারণ ছিল শেভরন কর্পোরেশনের বিবিয়ানা গ্যাস প্ল্যান্ট পরিদর্শন করা। রাষ্ট্রদূত বলেন, শেভরনের মতো মার্কিন কোম্পানিগুলো কেবল যে বাংলাদেশের জ্বালানিখাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, এ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে একটি বড় বিনিয়োগকারী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
×