ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গা কালভার্ট ১৫ বছরেও মেরামত হয়নি

প্রকাশিত: ০৪:৫৭, ২৩ অক্টোবর ২০১৯

ভাঙ্গা কালভার্ট ১৫ বছরেও মেরামত হয়নি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ কলমাকান্দা উপজেলার রংছাতি-কৃষ্ণপুর সড়কের বুড়িমারা খালের ভাঙ্গা বক্স কালভার্টটি দীর্ঘ ১৫ বছরেও মেরামত করা হয়নি। এ কারণে ওই এলাকার ১০-১২টি গ্রামের মানুষ যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয়রা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা প্রায় ১৫ বছর আগে রংছাতি-কৃষ্ণপুর সড়কের বুড়িমারা খালের উপর এ বক্স কালভার্টটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের কিছুদিন পরই ২০০৪ সালের বন্যায় এটি ধসে যায়। এরপর সরকারী-বেসরকারি কোনো সংস্থাই এটি মেরামত করেনি। রংছাতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আক্কাছ মিয়া জানান, রায়পুর, বিশাউতি, কৃষ্ণপুর, বুড়িমারা, বানাইকোনা, নতুন বাজার, বড়কান্দা, দক্ষিণপাড়াসহ ১০-১২টি গ্রামের মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করেন। রংছাতি উচ্চ বিদ্যালয় এবং কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসা-যাওয়া করে এ খালের উপর দিয়ে। কিন্তু কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় বর্ষাকালে তাদের নৌকায় অথবা বাঁশোর সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সবচেয়ে বেশি অসুবিধা হয় কৃষিপণ্য পরিবহনে। আক্কাছ মিয়া জানান, পাহাড়ী ঢলের তোরে খালটি দিনে দিনে প্রশস্ত হয়ে গেছে। এদিক দিয়ে বিলের পানি প্রবাহিত হয়। তাই কালভার্টের বদলে এখানে পাকা সেতু নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে যোগাযোগ করা হলে এলজিইডির স্থানীয় কর্মকর্তারা জানান, এখানে পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করা যায় দ্রুত সময়ের মধ্যেই সমস্যাটির সমাধান হবে।
×