ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রামীণফোনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন সাকিব

প্রকাশিত: ১২:০১, ২৩ অক্টোবর ২০১৯

গ্রামীণফোনের ব্র্যান্ড এ্যাম্বাসেডর হলেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল নেটওয়ার্ক সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের (জিপি) নতুন ব্র্যান্ড এ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন বিশ্ব সেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান। শক্তিশালী ডিজিটাল সমাজ নির্মাণে গ্রামীণফোনের সঙ্গী হয়ে কাজ করবেন সাকিব। এ প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পেরে সাকিবও সন্তোষ প্রকাশ করেছেন। মঙ্গলবার জিপি হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে সাকিবকে ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে গ্রামীণফোন। এরপর গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং সিএমও ইয়াসির আজমান, সিইও মাইকেল ফোলি, চীফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা তানভীর হোসেন উপস্থিত ছিলেন। তারা সাকিবের সঙ্গে প্রতীকী ক্রিকেট খেলায় অংশ নেন। সাকিব তার প্রতিক্রিয়ায় বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি, বাংলাদেশের টেলিযোগাযোগ এবং ডিজিটাল খাতের অগ্রগতিতে প্রতিষ্ঠানটি ব্যাপক অবদান রাখছে। নিজের পারফর্মেন্স আরও সমৃদ্ধ করতে এবং সমর্থকদের আস্থা অটুট রাখতে আমি সবসময় আত্মবিশ্বাসী। আমি বিশ্বাস করি, গ্রামীণফোনের সঙ্গী হয়ে দেশকে এবং দেশের ডিজিটাল খাতকে এগিয়ে নিয়ে যেতে পারব।’ শেফিল্ডে বিধ্বস্ত আর্সেনাল স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাঠে সোমবার রাতে উনাই এমেরির আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে এক দশক পর ইংলিশ প্রিমিয়ার লীগে ফেরা শেফিল্ড ইউনাইটেড। ম্যাচে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় দলটি। ৩০ মিনিটে সতীর্থের হেডের বল গোলমুখে পেয়ে ডান পায়ের টোকায় জালে ঠেলে দেন ফরাসী ফরোয়ার্ড লিস মুসে। শেফিল্ডের জমাট রক্ষণ ভাঙ্গতে না পেরে বিরতির আগে দূরপাল্লার শটে চেষ্টা করেন আর্সেনাল অধিনায়ক গ্রানিত জাকা। তবে দারুণভাবে সেটা ঠেকিয়ে দেন গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে আরও বেশি সময় বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টায় থাকে আর্সেনাল। নিশ্চিত না হলেও কয়েকবার সুযোগ তৈরি করেছিল তারা। কিন্তু কাক্সিক্ষত সমতাসূচক গোলের দেখা আর মেলেনি।
×